ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘ওটা তো এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’। মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে মঙ্গলবার বিধানসভা থেকে যোগী সরকারকে সরাসরি আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee on Mahakumbha)। কড়া ভাষায় নিন্দা করে মহাকুম্ভে ভিআইপি কালচারকেও টার্গেট করেন মুখ্যমন্ত্রী।
মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী (Mamata Banerjee on Mahakumbha)
প্রয়াগরাজে (Prayagraj) মহাকুম্ভ মেলায় (Mahakumbha Fair) ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। কখনও পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যু, তো কখনও আগুনে ঝলসে যাচ্ছেন পুণ্যার্থীরা (Mamata Banerjee on Mahakumbha)। এমনকি সম্প্রতি কুম্ভের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্রেনে উঠতে গিয়ে হুড়োহুড়িতে প্রাণ হারিয়েছেন অনেক পুণ্যার্থী। একের পর এক দুর্ঘটনা মহাকুম্ভে, যা নিয়ে এবার বিধানসভা থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানায় উত্তরপ্রদেশের যোগী সরকার।
যোগী সরকারকে সরাসরি নিশানা মমতার (Mamata Banerjee on Mahakumbha)
মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভের ব্যবস্থাপনা নিয়ে কড়া ভাষায় নিন্দা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। “মহাকুম্ভের কথা বলে লাভ নেই। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে।” এমনকী মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। কাঠগড়ায় তোলেন বিজেপি ও উত্তরপ্রদেশের যোগী সরকারকে (Mamata Banerjee on Mahakumbha)।
‘মহাকুম্ভ এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে’
মঙ্গলবার বিধানসভা বাজেটে জবাবি ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহাকুম্ভ আমি আর নাই বা বললাম। ওটা এখন মৃত্যুকুম্ভ হয়ে গিয়েছে। আমি মহাকুম্ভকে সম্মান করি। শ্রদ্ধা জানাই পবিত্র গঙ্গা মাকে। কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুললেন? এত লোকের মৃত্যু! যোগী সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর প্রশ্ন, বললেন পদপিষ্ট হয়ে মারা গিয়েছে ৩০ জন। কথাটা সঠিক? কত ডেডবডি নদীতে ভাসিয়ে দিয়েছেন?
ভিআইপি কালচারকে টার্গেট করে মুখ্যমন্ত্রীর
এরপরেই মহাকুম্ভে ভিআইপি কালচারকে টার্গেট করে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘বড়লোক আর ভিআইপি-দের জন্য লক্ষ টাকার ক্যাম্প। কিন্তু গরিব মানুষরা ২০ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে। এককাপ লাল চা ৫০০ থেকে ২ হাজার টাকা। ‘যারা মহাকুম্ভের পবিত্রতা নষ্ট করেছেন এবং টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না’। এত বড় ঘটনার পর মহাকুম্ভে কটা কমিশন পাঠিয়েছেন? যোগী সরকারের দিকে প্রশ্ন ছুঁড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মুখ্যমন্ত্রীকে পাল্টা জবাব বিরোধী দলনেতার
চুপ করে থাকেনি বিজেপি। পাল্টা জবাবে শুভেন্দু অধিকারী বলেন, ‘মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অপমান করলেন মুখ্যমন্ত্রী’। তাঁর বিরুদ্ধে সন্ত সমাজকে পথে নামার আহ্বান জানিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা। সঙ্গে দিয়েছেন কুশপুতুল পোড়ানোর পরামর্শ।একইসঙ্গে ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানোর চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।

মমতার নিশানায় কেন্দ্রীয় সরকার
মহাকুম্ভে পদপিষ্টের ঘটনার পর অব্যবস্থা নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পদপিষ্টের পর অগ্নিকান্ড, দিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, প্রতিটিতেই কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।বারংবার তাঁর অভিযোগ ছিল, মৃত্যু হয়েছে অনেক বেশি মানুষের। কিন্তু সরকার মৃত্যুর সংখ্যা চেপে দিচ্ছে। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে ফের একই অভিযোগ তুলে বিজেপি ও যোগী সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী।