ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাতিল হওয়া চাকরির বিষয়ে এবার মুখ খুললেন (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সম্প্রতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ করেছেন যে, তারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, এই পরিস্থিতির বিরুদ্ধে আইনি লড়াই চালানো হবে। তিনি আশ্বস্ত করেছেন, যারা ন্যায্যভাবে বঞ্চিত হয়েছেন, তাদের পাশে থাকবে সরকার।
অ্যাসোসিয়েশন গঠন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)
মমতা জানান, “যাদের চাকরি চলে গেছে, তারা বিচার পাওয়ার জন্য ডিপ্রাইভড টিচারস (Mamata Banerjee) অ্যাসোসিয়েশন গঠন করেছেন। তারা শিক্ষামন্ত্রীকে অনুরোধ করেছেন, যদি আমি তাদের সভায় উপস্থিত থাকি, তবে তারা খুশি হবেন।” তিনি আগামী ৭ এপ্রিল নেতাজি ইনডোরে তাদের কথা শোনার জন্য যাবেন এবং সকলকে মানসিক চাপ না নিতে অনুরোধ করেছেন। তিনি বলেন, “আমি শুনেছি, অনেক শিক্ষক-শিক্ষিকা মানসিক চাপের মধ্যে আছেন। আমরা চাই না একটাও দুর্ঘটনা ঘটুক। তাই তাদের পাশে দাঁড়িয়েছি মানবিকতার স্বার্থে।” মমতা আরও উল্লেখ করেন, “যখন বিপদে সবাই পালিয়ে যায়, তখন কেউ না কেউ আসে রক্ষা করতে।”
“স্কুলে পড়াবে কে?” (Mamata Banerjee)
বাতিল হওয়া চাকরির বিষয়ে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, “২৬ হাজার চাকরি বাতিল হলে স্কুলে (Mamata Banerjee) পড়াবে কে?” তিনি বলেছিলেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকরা কতটা গুরুত্বপূর্ণ তা সবার জানা। তিনি বিজেপির মন্ত্রী সুকান্তের মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “একজনের অপরাধে কতজনের শাস্তি হয়?”

আদালতের রায় নিয়ে অকপট মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে এবং তারা তা মেনে চলবেন। তিনি বলেন, “আমরা চাই দ্রুত এটি সম্পন্ন হোক।” আদালতের রায়ের বিষয়ে মমতা বলেন, “আদালতের রায় আমাদের বিরুদ্ধে গিয়েছে, কিন্তু তা আমাদের নতুন পথ দেখিয়েছে।” তিনি জানান, যে যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তাদের টাকা দিতে হবে না।
আরও পড়ুন: SSC Recruitment Case: কান্নায় ভেঙে পড়লেন চাকরি প্রার্থীরা, দিতে হবে দুর্নীতির মাশুল!
বিজেপিকে কটাক্ষ
মমতা বলেন, “আত্মরক্ষার জন্য সুযোগ দেওয়া উচিত। এতগুলো শিক্ষকের ভবিষ্যৎ। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা কি বিজেপির লক্ষ্য?” তিনি বলেন, “২০১৬ সালে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তার রেকর্ড আমরা খুঁজে বের করব।”