ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আজ ২১ জুলাইয়ে শহীদ তর্পণ (Mamata Banerjee) করতে ধর্মতলায় সভা স্থলে উপস্থিত হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ আনেন তিনি। বাংলা ভাষার অসম্মান, ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের অবমাননা, চিরাচরিত খাবারের উপর বিধিনিষেধ-এসব কিছু নিয়েই আজ সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সমাজ মাধ্যমে সভার কিছু মুহূর্ত পোস্ট (Mamata Banerjee)
এই সভা শেষে তিনি সমাজ মাধ্যমে সভার কিছু মুহূর্তে পোস্ট করে (Mamata Banerjee) লেখেন, ‘‘২১শে মানেই অঙ্গীকার
২১শে মানেই ভাষা,
২১শে মানেই পথচলা
নব প্রজন্মের দিশা।’’
প্রতি বছর আজকের এই দিনে ‘শহিদ দিবস’ উপলক্ষে সেই ১৩ জন যোদ্ধার আত্মত্যাগ স্মরণ করি, যাঁরা নিষ্ঠার সঙ্গে অপশাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ২১ জুলাই তৃণমূল কংগ্রেসের কাছে শ্রদ্ধা জ্ঞাপনের দিন। মহানগর কলকাতা-সহ সমগ্র বাংলায় আজ আবেগালুপ্ত ভালোবাসার ধ্বনি ছড়িয়ে পড়েছে, যা আমার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করেছে। তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী-সমর্থক ও নেতৃবৃন্দ— আমার গর্ব; তাঁদের প্রতি আমার অন্তরের অন্তস্তল থেকে কৃতজ্ঞতা জানাই।”
ভাষা আন্দোলন (Mamata Banerjee)
তিনি আরও লেখেন, “আমরা কখনও বাংলা-বিরোধী, ভাষা-বিরোধী, জাতি-বিরোধী (Mamata Banerjee) বিজেপির সামনে মাথা নত করব না। আমাদের কণ্ঠস্বর আরও জোরালো হবে অ-গণতান্ত্রিক এবং জনবিরোধী কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদের মহারণ থামবে না, যতক্ষণ না বাংলার মানুষ সুখে জীবনযাপন করছে। আমরা থামব না, যতক্ষণ না বাংলার উপর নির্যাতন, নিপীড়ন সম্পূর্ণ বন্ধ হচ্ছে। আমরা সকল ভাষার সম্মান এবং শ্রদ্ধা করি, কিন্তু বিজেপি-শাসিত রাজ্যে বাংলা ভাষার প্রতি অসম্মান এবং বাংলাভাষী মানুষের উপর যে নিপীড়ন চলছে, তা আমরা মেনে নেবো না। বাংলা ভাষার সম্মান রক্ষার্থে; ভাষা আন্দোলন শুরু হবে সমগ্র বাংলা জুড়ে।”

আরও পড়ুন: TMC 21 July Rally: দিদির ডাকে সাড়া, স্কটল্যান্ড থেকে ফিরে সোজা ২১-এর মঞ্চে দেব!
শান্তি ও ঐক্যের মেলবন্ধন
বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি লিখেছেন, “ওইসব স্বৈরশাসক শক্তির বিরুদ্ধে লড়াই করব; যারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে পবিত্র ধর্মকে বিকৃত করে। বাংলার প্রতি লাঞ্ছনা, বঞ্চনা, অত্যাচার, নিপীড়নের সাক্ষী থেকেছে বাংলার মানুষ, তা এবার গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের মাধ্যমে ফেরৎ দেওয়ার সময় এসেছে। শান্তি ও ঐক্যের মেলবন্ধনে আবদ্ধ এই বাংলা- যেভাবে আগেও অশুভ শক্তিকে পরাস্ত করেছে, আমার বিশ্বাস ছাব্বিশের নির্বাচনে বাংলার মানুষ বাংলা-বিরোধীদের বিতাড়িত করবে সর্বধর্ম সমন্বয়ের এই বাংলা থেকে।
জয় হিন্দ!”