ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাজ্যের অন্যতম রাজনৈতিক মুখ, বিজেপি নেতা দিলীপ ঘোষ। বিয়ের ঠিক আগে এক অভাবনীয় সৌজন্যবোধের সাক্ষী রইল রাজনীতি। শুভেচ্ছা পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে, তাও আবার পুলিশের মাধ্যমে! শুক্রবার বিকেলে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে নবান্ন থেকে বিশেষ বার্তা (Dilip Ghosh wedding) নিয়ে নিউটাউনের দিলীপ ঘোষের বাড়িতে পৌঁছান কলকাতা পুলিশের এক প্রতিনিধি।
দিলীপ ঘোষের বিয়েতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা! (Dilip Ghosh wedding)
দিলীপ ঘোষের হাতে তুলে দেন এক গুচ্ছ ফুল, মিষ্টির প্যাকেট এবং মুখ্যমন্ত্রীর স্বাক্ষরিত শুভেচ্ছা বার্তা। জানা গিয়েছে, তাঁর শুভেচ্ছা বার্তায় (Dilip Ghosh wedding) দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের জন্য সুখী ও শান্তিপূর্ণ বিবাহিত জীবনের কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: Dilip Ghosh Wedding: ধুতি-গেঞ্জিতে বাড়িতেই প্রস্তুতি নিচ্ছেন দিলীপ, পার্লারে হবু ঘরণি রিঙ্কু
রাজনৈতিক প্রেক্ষাপটে, যেখানে প্রতিদিন বিতর্ক, তর্ক ও সংঘাত লেগেই থাকে, সেখানে এমন এক মানবিক মুহূর্ত অনেককেই ছুঁয়ে গিয়েছে। রাজনীতি হোক যেমনই, ব্যক্তিগত জীবনের খুশির সময়ে একে অপরের পাশে থাকা যেন এক অন্যরকম বার্তা দেয় সমাজকে।
দিলীপ ঘোষ নিজেও এই সৌজন্যবার্তা পেয়ে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এটা আমার ব্যক্তিগত জীবনের এক গুরুত্বপূর্ণ দিন। এই শুভেচ্ছা নিঃসন্দেহে আমার ও রিঙ্কুর কাছে এক বিশেষ উপহার (Dilip Ghosh wedding)।”

প্রসঙ্গত, শুক্রবার বিকেলে ঘরোয়া, অনাড়ম্বর অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদার। নিউটাউনের বাসভবনেই চার হাত এক হচ্ছে তাঁদের। উপস্থিত থাকছেন পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধব।
আরও পড়ুন: Dilip Ghosh Wedding: গোধূলিবেলায় ‘চিরকুমার’ দিলীপ ঘোষের চার হাত এক, সঙ্গে থাকবেন কারা?
এই বিশেষ দিনে বিরোধী রাজনীতির বাইরে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছা বার্তা (Dilip Ghosh wedding) যেন প্রমাণ করে, সম্পর্ক ও সৌজন্য এখনও জীবিত। রাজনীতির বাইরে মানুষ থাকেন, আর মানুষের জীবনে খুশির মুহূর্তে দল-মত নির্বিশেষে পাশে দাঁড়ানোই আসল মানবতা। এ যেন এক অন্যরকম রাজনৈতিক বার্তা— রাজনীতির বাইরে বন্ধুত্ব, শিষ্টতা আর ভালোবাসাও থাকতে পারে।