ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে (Mahanayak Samman 2025) আয়োজিত হল ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠান, যেখানে বাংলা সিনেমার কিংবদন্তি উত্তম কুমারকে শ্রদ্ধা জানাতে একত্রিত হয়েছিলেন বহু বিশিষ্টজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে যেমন উঠে এসেছে উত্তম কুমারের প্রতি গভীর শ্রদ্ধা, তেমনই বাংলার ভাষা ও সংস্কৃতিকে রক্ষার প্রয়োজনীয়তার কথাও বারবার উঠে এসেছে।
মুখ্যমন্ত্রীর আক্ষেপ (Mahanayak Samman 2025)
মুখ্যমন্ত্রী বলেন, উত্তম কুমার শুধুমাত্র একজন অভিনেতা (Mahanayak Samman 2025) নন, তিনি বাংলার সংস্কৃতির গর্ব, জাতির গর্ব। সেই মহানায়কের সঙ্গে কখনও সাক্ষাৎ না হওয়ার যন্ত্রণাও এদিন ভাগ করে নেন তিনি। তাঁর কথায়, “এই না দেখা, অদেখাটা বারবার আমায় স্মরণ করিয়ে দেয়, কত বড় একজন শিল্পীকে সামনে থেকে দেখার সৌভাগ্য হয়নি।”
ছোটবেলার স্মৃতিচারণায় মুখ্যমন্ত্রী (Mahanayak Samman 2025)
উত্তম কুমার প্রসঙ্গে নিজের ছোটবেলার স্মৃতিচারণাও করেন (Mahanayak Samman 2025) মুখ্যমন্ত্রী। ভবানীপুরে তাঁর শৈশবকাল কেটেছে নানা সিনেমা হলে ঘুরে। মায়ের হাত ধরে সিনেমা দেখতে যাওয়া, চানাচুর খেয়ে ঘুমিয়ে পড়া আর রুপোলি পর্দার বাংলা গানের মাধুর্যে ভেসে যাওয়ার স্মৃতি আজও তাঁর মনে গেঁথে আছে। তিনি বলেন, “তখনকার বাংলা গানগুলো ছিল সত্যিকারের মাধুর্যপূর্ণ। আজও আমাদের ঠোঁটস্থ। কিন্তু আজ বাংলা গানের ব্যবহার ক্রমেই কমে আসছে-সিনেমা হোক বা সিরিয়াল।”
‘স্বর্ণযুগের গান’
তিনি একে ‘স্বর্ণযুগের গান’ বলে উল্লেখ করেন এবং বলেন, “শ্যামল মিত্র, হেমন্ত, মান্না দে থেকে শুরু করে লতা, আশা বা নির্মলা মিশ্র-তাঁদের গাওয়া গানগুলো কখনও পুরনো হবে না।” তাঁর মতে, আজকের প্রজন্মের কাছে সেই বাংলা গানের ঐতিহ্য পৌঁছে দেওয়া জরুরি।

আরও পড়ুন: Mamata Banerjee: সিরিয়ালে এখন বাংলা গান কোথায়: মহানায়ক সম্মানের মঞ্চ থেকে প্রশ্ন মুখ্যমন্ত্রীর!
সোশ্যাল মিডিয়াতে গুরুত্বপূর্ণ বার্তা
অনুষ্ঠান শেষের পর সোশ্যাল মিডিয়াতেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বাংলা ভাষা নিয়ে তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ নেমে এসেছে। বাংলা ভাষায় কথা বললে মানুষকে আটক করা হচ্ছে-এমন অভিযোগও তুলেছেন তিনি। এর প্রতিবাদে ভাষা আন্দোলনের প্রয়োজনীয়তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, “বাংলা ভাষা ও সংস্কৃতি আমাদের জাতির মেরুদণ্ড। এটাই আমাদের জন্মভূমি, কর্মভূমি ও নবজাগরণের ভূমি। এই ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”