ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পশ্চিমবঙ্গের ২০২৬ সালের (Mamata Banerjee) বিধানসভা নির্বাচনের আগেই শুরু হয়ে গেল নির্বাচনী যুদ্ধ। যদিও নির্বাচন নিয়ে এখনও কোনো নির্দিষ্ট ঘোষণা আসেনি, তবুও প্রধান দুই মুখ—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে তীব্র উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে মোদীর জনসভায় মমতার শাসন ব্যবস্থাকে কটাক্ষ করার পরই তার জবাব দিয়ে মাঠে নেমেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সরকারকে কটাক্ষ মোদীর (Mamata Banerjee)
আলিপুরদুয়ার সভায় মোদী তৃণমূল সরকারের বিভিন্ন দিক নিয়ে অভিযোগ (Mamata Banerjee) তুলে বলেন, বাংলায় হিংসা-অরাজকতা, মহিলাদের প্রতি অবহেলা, বেকারত্ব, দুর্নীতি ও গরিবের অধিকারের অবমূল্যায়ন চলছে। তিনি মুর্শিদাবাদ ও মালদহের অশান্তির প্রসঙ্গ তুলে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও করেন। তবে এই সব অভিযোগে পাল্টা জবাবে মমতা সরাসরি মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, বাংলায় ভোট আসছে, কিন্তু এখনও দেরি আছে। “ততদিন আপনি ক্ষমতায় থাকবেন কি থাকবেন না, সেটা আগে দেখুন। বাংলা কোনও দিন বিজেপির দখলে যাবে না”—জোরালো ভাষায় সাফ জানিয়ে দেন মুখ্যমন্ত্রী।
মমতার পাল্টা আক্রমণ (Mamata Banerjee)
মমতা বলেন, “দেশের বাইরে বিরোধী দলের নেতা যখন দেশের বিরুদ্ধে (Mamata Banerjee) গলায় আওয়াজ তুলছেন, তখন আপনি এখানে রাজনীতি করছেন? চ্যালেঞ্জ নিচ্ছি, পারলে এখনই ভোট করুন।” তিনি মোদীর ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে অভিযোগ করেন যে, এটি রাজনীতি করার জন্য তৈরি একটি কৌশল। যদিও পরে ব্যক্তিগত আক্রমণ সম্পর্কে দুঃখ প্রকাশ করেন। “সিঁদুর প্রত্যেক মহিলার সম্মান। আপনি কেন আপনার স্ত্রীকে সিঁদুর দেন না?”—মমতার এই মন্তব্যও ছিল আলোচিত।
মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ
মমতা আরও বলেন, “বাংলায় মা-বোনেরা সবচেয়ে বেশি সুরক্ষিত। অন্য রাজ্যে যেখানে বিজেপি শাসন, সেখানে নিরাপত্তাহীনতা দেখা যায়।” বেকারত্ব নিয়েও মমতা বলেন, “আমরা রাজ্যে ৪০ শতাংশ বেকারত্ব কমিয়েছি, অথচ কেন্দ্রীয় সরকার ও ডবল ইঞ্জিন মডেল এই হার বাড়িয়েছে।” দুর্নীতির প্রসঙ্গ তুলতে তিনি মধ্যপ্রদেশের বিজেপি শাসিত সরকারের কেলেঙ্কারির কথাও উল্লেখ করেন।

আরও পড়ুন: Jamai Sasthi 2025: এই বছর জামাইষষ্ঠী কবে? কখনইবা শুভ যোগ?
মোদীকে কটাক্ষ মমতার
মমতা বলেন, “বাংলার মানুষের জন্য অনেক প্রকল্প চালু আছে, যেখানে গরিব ও অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। এইসব প্রকল্প অন্য রাজ্যে নেই।” পাশাপাশি তিনি আইপিএল ফাইনাল কলকাতার স্থানান্তর নিয়ে মোদীকে কটাক্ষ করেন এবং বলেন, “সব খেলা এক জায়গায় নিয়ে যাওয়ার ফলে বাংলা বঞ্চিত হচ্ছে।”
ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে প্রশ্ন
মোদীর বিদেশনীতি ও ভারত-পাকিস্তান সংঘাত নিয়ে প্রশ্ন তুলতে মমতা বলেন, “আপনি এত বড় নেতা হলেও আমেরিকার কথায় চুপ থাকেন।” তিনি বলেন, সংঘাত ‘ছোট ঘটনা’ এবং ভারতীয় সেনার কৃতিত্বের প্রশংসা করেন। শেষে মমতা জানান, তৃণমূলের প্রতিনিধি দল দেশের নানা বিষয় নিয়ে বহুদলীয় ফোরামে থাকবে, তবে মোদী ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা জারি থাকবে। ভোটের আগেই রাজ্যের রাজনীতিতে উত্তেজনা চরমে, ‘খেলা হবে’ স্লোগান দিয়ে পরবর্তী রাজনৈতিক যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মমতা।