ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাকে বিনিয়োগের আদর্শ জায়গা হিসাবে তুলে ধরতে তিনি যে কোন কিছুর সঙ্গেই আপোষ করবেন না সেটা আরও একবার স্পষ্ট করে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি দফতরগুলিকে এবার তাঁর কড়া বার্তা, যে কাজে দেরি করবে তাঁকে পস্তাতে হবে।
বিশ্ববাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে যে বিনিয়োগের প্রস্তাব এসেছে তা কার্যকর করতে শিল্পবিষয়ক সমন্বয় কমিটি বা সিনার্জি কমিটি তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। আজ,সোমবার নবান্নে প্রথম এই বৈঠক হল। নতুন এই কমিটি মূলত সব দফতরের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করবে। ১৬ জনের এই কমিটিতে রয়েছেন বিভিন্ন দফতরের সচিবেরা।কমিটির মাথায় রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।
নবান্নের বিবৃতিতে আগেই বলা হয়েছে, প্রতি ১৪ দিন অন্তর কমিটির বৈঠক হবে। সেখানেই হবে কাজকর্ম সম্পর্কে যাবতীয় আলেচনা। কোথায় কী কাজ হচ্ছে, বর্তমানে প্রকল্পগুলোর কাজ শুররু হয়েছে, তা কোন জায়গায় দাঁড়িয়ে সব কিছুই উঠে আসবে কমিটির আলোচ্য বিষয়ে। এদিন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানালেন, প্রতি ৪ সপ্তাহ পর বৈঠক করবে এই কমিটি। দীর্ঘদিন ধরেই বহু ফাইল আটকে রয়েছে। যে কারণে আটকে বেশ কিছু ক্ষুদ্র ও মাঝারি শিল্প। সেই সমস্যা সমাধানে আধিকারিকদের তৎপর হওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: https://tribetv.in/kolkata-news-woman-allegedly-attacked-by-husband-lover/
আরও পড়ুন: https://tribetv.in/hs-examination-2025-first-day-exam-completed-without/
মুখ্যমন্ত্রীর সাফ কথা, সরকারি অফিসারদের গড়িমসির জন্য বাংলার ভবিষ্যৎ যেন বিপন্ন না হয়। একই সঙ্গে শিল্পপতিদের বলেন, ‘কেউ টাকা চাইলে দেবেন না। আর হঠাৎ করে ৫০০ জনকে ছাঁটাই করে দেবেন- সেটাও চলবে না। দু তরফে বসে কথা বলে আলোচনা করে সমাধান করতে হবে।’ অন্যদিকে বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের নির্বাচন। ভোটকে পাখির চোখ করে তিনি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে জোর দিচ্ছেন সোমবার নবান্নে শিল্প বৈঠক থেকে সেই বার্তায় স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।