ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য (Mamata Banerjee) রাখার সময় বিজেপিকে তীব্র কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে ‘গেরুয়া কমরেড’ বলেও তোপ দেগেছেন তিনি। এবার তিনি বিজেপির বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ করলেন।
ভোটার তালিকায় কারচুপি (Mamata Banerjee)
বক্তব্য রাখার সময় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “বাংলায় এজেন্সি পাঠিয়ে ভোটার তালিকায় কারচুপি করার চেষ্টা করছে বিজেপি। পঞ্জাব-হরিয়ানার গাদা গাদা লোকের নাম বাংলার (Mamata Banerjee) ভোটার তালিকায় ঢোকানো হয়েছে। দিল্লি থেকে এ সব করা হচ্ছে।”
নির্বাচন কমিশনকে তুললেন কাঠগড়ায়
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের আশীর্বাদেই এ সব করা হচ্ছে। কর্মীদের উদ্দেশে বার্তা, ভোটার তালিকা পরিষ্কার করতে হবে। বিজেপি যেসব জায়গায় হেরেছে, সেসব বিধানসভায় এসব মানুষকে ঢুকিয়ে ভোট দেওয়া করাচ্ছে বিজেপি।”
আরও পড়ুন: Mamata Banerjee: ‘গেরুয়া কমরেড’ বিজেপি, আয়ু মাত্র ২-৩ বছর, তীব্র কটাক্ষ মমতার!
মমতার মুখে আবার ‘খেলা হবে’
তাঁর কথায়, ‘‘২০২৬ সালে আবার খেলা হবে। সেই কাজটা শুরু হবে ভোটার তালিকা পরিষ্কার করার মধ্যে দিয়ে। জেলা সভাপতিদের বলব, বুথ কর্মীদের মাঠে নামান। প্রয়োজনে নির্বাচনের কমিশনের দফতরে ধর্না দেব। খেলা নম্বর ওয়ান, ভোটার লিস্ট। খেলা নম্বর দুই, মানুষের সঙ্গে সংযোগ রাখা। খেলা নম্বর তিন, এলাকায় সংগঠনের কাজ ঠিক করা। খেলা নম্বর চার, বিজেপির হার।”
