Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রশাসনিক ও রাজনৈতিক জীবনের (Mamata Banerjees Book) পথে হেঁটে বহু নেতা, বহু রাষ্ট্রনেতার সংস্পর্শে এসেছেন তিনি। কখনও আন্দোলনকারীর ভূমিকায়, কখনও মন্ত্রী হিসেবে। আবার কখনও বিরোধী কণ্ঠ হয়ে থেকেছেন সংসদে। আর এবার সেই অভিজ্ঞতার ঝুলি থেকেই একটি ভিন্নধর্মী বই লিখতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বইমেলায় বই প্রকাশ মুখ্যমন্ত্রীর (Mamata Banerjees Book)
বৃহস্পতিবার, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের সভা (Mamata Banerjees Book) থেকে মুখ্যমন্ত্রী নিজেই এই ঘোষণা করেন। জানান, এবার তিনি কলম ধরতে চলেছেন এমন এক বিষয়ের উপর, যা রাজনৈতিক মহলে বেশ কৌতূহলের জন্ম দিতে পারে। তাঁর কথায়, “আমি অনেক প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখেছি। আটবার কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম-রেল, কয়লা, নারী ও শিশুকল্যাণ সহ একাধিক দপ্তরের দায়িত্বে ছিলাম। এবার তাঁদের নিয়ে একটি বই লিখব। কে কেমন ছিলেন, যেভাবে দেখেছি, যেভাবে চেনা হয়েছে-তা-ই লেখার চেষ্টা করব। সব কিছু তো লেখা যায় না, তবে যতটা সম্ভব… বইমেলায় বইটা প্রকাশ করব।”
সাহিত্যচর্চার সঙ্গে দীর্ঘ সম্পর্ক (Mamata Banerjees Book)
প্রশাসনিক ব্যস্ততা কিংবা রাজনৈতিক অস্থিরতা কোনও কিছুই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjees Book) সৃজনশীলতাকে থামাতে পারেনি। মুখ্যমন্ত্রী হলেও দীর্ঘদিন ধরেই লেখালেখি, আঁকাআঁকি, কবিতা ও গান রচনার সঙ্গে যুক্ত তিনি। প্রতিবছর বইমেলায় প্রকাশিত হয় তাঁর নতুন বই। তাঁর লেখা বইয়ের সংখ্যা ইতিমধ্যেই শতাধিক। ‘কথাঞ্জলি’ বইটি একসময় বেস্টসেলারে পরিণত হয়েছিল। প্রবন্ধ থেকে পদ্য, গদ্য থেকে ছড়া সব কিছুর মধ্যেই ধরা পড়ে তাঁর লেখনী।
আরও পড়ুন: Online Ganesh Puja: কিউআর কোডে প্রণামী, খুচরো সমস্যার আধুনিক সমাধান!
প্রধানমন্ত্রীদের সঙ্গে সম্পর্ক
রাজনৈতিক জীবনে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের কাছ থেকে শিখেছেন, যাঁদের সঙ্গে পথ চলেছেন, তাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী। বাজপেয়ীর অত্যন্ত স্নেহভাজন ছিলেন মমতা। তিনি শুধু রাজনৈতিক আস্থার জায়গা থেকেই নয়, ব্যক্তিগত সম্পর্কেও মমতার ওপর অগাধ বিশ্বাস রেখেছিলেন। সেই কারণেই বাজপেয়ী সরকারে তাঁকে রেল ও অন্যান্য গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাছাড়াও, কংগ্রেসে থাকাকালীন পিভি নরসিমা রাওয়ের অধীনেও কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন মমতা। সেই সময় তিনি নারী ও শিশুকল্যাণ এবং ক্রীড়া মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

আসছে নতুন চমক
যে রাজনৈতিক অভিজ্ঞতা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, যা ইতিহাসের পাতায় ধরা পড়ে কেবল খানিকটা অংশ—সেই অনুল্লিখিত অধ্যায়গুলোই এবার উঠে আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলমে। আগামী বছরের কলকাতা বইমেলায় সেই বই প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। এখন থেকেই রাজনৈতিক মহলে বইটি ঘিরে আগ্রহ তুঙ্গে। নিশ্চিতভাবেই, এই বই হয়ে উঠতে পারে আধুনিক ভারতের রাজনীতির এক মূল্যবান দলিল।