ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে বি এস এফ (Mamata on BSF)। বাংলাকে বদনামের চেষ্টা করছে তারা। বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুপ্রবেশ নিয়ে কেন্দ্রের উপর আরও চাপ বাড়াতে চলেছেন তিনি।
নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে রাজ্য পুলিশের ডিজির উদ্দেশে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “সীমান্ত পেরিয়ে দুষ্কৃতীরা এসে খুন করে চলে যাচ্ছে (Mamata on BSF)। ডিজি রাজীব কুমার এ বিষয়ে নির্দিষ্ট কিছু তথ্য পেয়েছেন। স্থানীয় স্তরেও কিছু কিছু তথ্য মিলেছে। আমাকে সেসব তথ্য সবিস্তারে দেওয়া হোক। আমি এনিয়ে কেন্দ্রকে কড়া চিঠি লিখব।” অনুপ্রবেশ নিয়ে ডিএম, এস পির ও কাজের নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বি এস এফের (Mamata on BSF) কাজের প্রতিবাদ করছে না পুলিশ।
আরও পড়ুন:https://tribetv.in/tmc-mla-krishna-kalyani-gives-job-letter-joining-letter/
বিএসএফ (Mamata on BSF) মহিলাদের উপর অত্যাচার করছে বলেও এদিন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। একই অভিযোগ তুলে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ প্রকল্পের উদ্বোধনে গিয়ে অনুপ্রবেশ ও জঙ্গি ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায় (Abhishek Banerjee)। বলেন, “এ রাজ্যে জঙ্গি ঢোকাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স।”
আরও পড়ুন: https://tribetv.in/tmc-leader-murder-news-malda-englishbazar/
বাংলাদেশে অশান্তির আবহে সীমান্ত (Mamata on BSF) দিয়ে যে অনুপ্রবেশ বাড়ছে তা আর বলার অপেক্ষা রাখে না। একদিকে জাল পাসপোর্টের (Fake Passport) রমরমা অন্যদিকে যেভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ কার্যকলাপ বাড়ছে তাতে যে কোনও মুহুর্তে বড় কোনও অঘটন ঘটতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এই আবহে জঙ্গি কার্যকলাপ ইস্যুতে মুখ্যমন্ত্রী যে আবারও কেন্দ্রের উপর চাপ বাড়াতে চলেছেন বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে আরও একবার সেই বার্তাই দিলেন তিনি।