ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মেলার আবহে অনুপ্রবেশ নিয়েও শঙ্কিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার সময় তিনি বললেন, “নেভি, কোস্টাল গার্ডকে বলেছি ওপাশ থেকে যেন কেউ না আসতে পারে। জল, স্থল , আকাশ সর্বত্রই নজরদারি রাখতে হবে (Mamata on Gangasagar mela 2025)।”
বাংলাদেশ আবহে গঙ্গাসাগর থেকে এরকমই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওপার বাংলা যখন অশান্ত তখন যেন অনুপ্রবেশ যেন না ঘটে এপার বাংলায় সেটাই চান মুখ্যমন্ত্রী। ৮ জানুয়ারি থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা (Mamata on Gangasagar mela 2025)। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। তার আগেই জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫৩ কোটি টাকার সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন তিনি। ১৯ লাখ তীর্থযাত্রী এতে উপকৃত হবে বলে প্রশাসনের তরফে দাবি করা হচ্ছে। এদিন ৬১ কোটি টাকার ১৯ টি নতুন প্রকল্পের শিলান্যাসও করেছেন মুখ্যমন্ত্রী (Mamata on Gangasagar mela 2025)।
আরও পড়ুন: https://tribetv.in/framing-of-charges-on-bengal-recruitment-scam/
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-strong-message-over-tiger-fear-in-bengal/
মুখ্যমন্ত্রী এদিন জানান এবারের গঙ্গাসাগর মেলার (Mamata on Gangasagar mela 2025) মূল লক্ষ্য প্লাস্টিক ফ্রি করা। এর জন্য সরকারের পক্ষ থেকে তীর্থযাত্রীদের বায়োডিগ্রেডেবল ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগর মেলা (Mamata on Gangasagar mela 2025) নিয়ে উস্কানি ছড়ানো হতে পারে তাই সকলকে খেয়াল রাখতে হবে। যদিও এই মন্তব্য করে সরাসরি কাউকে নিশানা করেননি তিনি। মুখ্যমন্ত্রীর আশা, কুম্ভমেলা যেমন জাতীয় মেলা হয়েছে, একদিন গঙ্গাসাগরও তাই হবে (Mamata on Gangasagar mela 2025)।