ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ১ জুন আইপিএলের (IPL 2025) দ্বিতীয় কোয়ালিফায়ার। ৩ জুন ফাইনাল। দুটি ম্যাচই হওয়ার কথা ছিল ইডেনে। কিন্তু বৃষ্টির ভ্রুকুটি এবং ‘অন্যান্য’ কারণ দেখিয়ে সেই দুই ম্যাচই আইপিএল ফাইনাল ও কোয়ালিফায়ার-টু কলকাতা থেকে গুজরাতে স্থানান্তরিত হয়েছে। এই নিয়ে আগেই সরব হয়েছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই আবহাওয়ার মিথ্যে অজুহাত দিয়ে কলকাতা থেকে ম্যাচ সরানো হয়েছে বলে অভিযোগ করেছিলেন ক্রীড়ামন্ত্রী। এবার এই নিয়ে সরাসরি নরেন্দ্র মোদি এবং বিজেপিকে তুলোধোনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা থেকে আইপিএল ম্যাচ সরানোয় সরব মমতা (IPL 2025)
কলকাতা থেকে আইপিএল (IPL 2025) ম্যাচ সরানো নিয়ে এর আগে সরব হয়েছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গোটা বিষয়টিকে বিজেপির কৌশল হিসাবে তুলে ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছিলেন। এবার এই প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। সরাসরি নাম করলেন না, কিন্তু ইডেন থেকে আইপিএল ম্যাচ সরানো যে রাজনীতির চাল, প্রধানমন্ত্রীকে তা যেন মনে করিয়ে দিলেন মমতা।
প্রধানমন্ত্রী কড়া আক্রমণ বাংলার মুখ্যমন্ত্রীর (IPL 2025)
রাজ্যে প্রধানমন্ত্রীর সফরের দিনই নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ‘একটা মোদি স্টেডিয়াম করে দিয়েছেন সব খেলা নিয়ে চলে যাচ্ছেন সেখানে। তার কারণ? ওখানে কাটমানি নেই, ওখানে ফাইন মানি রয়েছে। ফাইন মানে সুন্দর, আমি ফাইন করার কথা বলছি না। কেন? কর্নাটকে খেলা নেই, কেরলে নেই, বাংলায় নেই, ঝাড়খণ্ডে নেই, যত খেলা হবে সব গুজরাতে? আসল অঙ্কটা কী? বলব নাকি? ভাবছেন কি আমি খোঁজ রাখি না খেলাধুলোর? সব খোঁজ রাখি।’ মোদিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, ‘বেশি মুখ খোলানোর চেষ্টা করবি সব খুলে দেব।
ন্যায্য পাওনা থেকে বঞ্চিত ইডেন
আইপিএলের নিয়ম হল, যে দল চ্যাম্পিয়ন হয়, সেই দলের হোমগ্রাউন্ডে পরের মরশুমের উদ্বোধন ও ফাইনাল হয়। সেই নিয়মেই এবার উদ্বোধন হয়েছিল ইডেনে। ফাইনালও হওয়ার কথা ছিল ইডেনেই। তবে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে আইপিএল প্রায় দশদিন স্থগিত থাকার পর যখন নতুন করে শুরু হয়, তখন ফাইনাল-সহ দুটি ম্যাচ ইডেন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় আমদাবাদে।
আরও পড়ুন: Entire LSG Team Penalised: স্লো ওভার রেটের জন্য জরিমানা পন্থের, লখনউয়ের স্বপ্ন ভাঙল বেঙ্গালুরু