Last Updated on [modified_date_only] by Sumana Bera
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাবা, মা, বোনকে হাতের শিরা, গলা, নলি কেটে নৃশংস ভাবে খুনের অভিযোগে দোষী সাব্যস্ত প্রমথেশ ঘোষাল। তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিল চুঁচুড়া আদালত! গত ২৮ নভেম্বর (Hooghly) চুঁচুড়া আদালতে সাত জনের ফাঁসির সাজা হয় ২০২০ সালে বিষ্ণু মালের খুনের মামলায়। এবার দশঘড়ায় বাবা-মা-বোনকে খুনের ঘটনায় ফাঁসির সাজা হল প্রমথেশের।
সোমবার (Hooghly) চুঁচুড়া আদালতের বিচারক সঞ্জয় কুমার শর্মা শুনানির পর অভিযুক্তকে ফাঁসির সাজা শোনান। পেশায় গৃহশিক্ষক প্রমথেশ সাজা ঘোষণার পর এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে মুক্তির আবেদন করেন। কিন্তু বিচারক আবেদন নাকচ করে দেন।
আরও পড়ুন: West Bengal News: সুরাপানের টাকা না দেওয়ায় তৃণমূল কর্মীকে বেধড়ক মার, কাঠগড়ায় বিজেপি
তিন বছর আগে ২০২১ সালের ৮ই নভেম্বর (Hooghly) ধনিয়াখালি থানার দশঘড়া গ্রামের পাল পাড়াতে প্রমথেশ তাঁর বাবা অসীম ঘোষাল (৬৮), মা শুভ্রা ঘোষাল(৬০) ও বোন পল্লবী চট্টোপাধ্যায় (৩৮)-এর গলার নলি ও হাতের শিরা কেটে খুন করে। সেই সঙ্গে প্রমথেশ নিজের হাতের শিরা কেটে আত্মহত্যার চেষ্টা করে। আহত রত্তাক্ত অবস্থায় পুলিশ প্রমথেশকে উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করে। ওই ঘটনায় পল্লবীর স্বামী পার্থ চট্টোপাধাধ্যায় ধনিয়াখালি থানায় খুনের অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: Subrata: সমাজসেবা করে আন্তর্জাতিক খ্যাতি, জোড়া পদক পেলেন রায়গঞ্জের সুব্রত সরকার
সোমবার ওই মামলায় ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। সরকারি আইনজীবী শংকর গঙ্গ্যোপাধ্যায় জানিয়েছেন, মোট ১৪ জন সাক্ষী দিয়েছেন। মামলা চলাকালীন অভিযুক্ত জেলেই ছিল। খুনের ভয়াবহতা বিচার করে বিচারক মৃত্যুদণ্ড দিয়েছেন। হুগলির পুলিশ সুপার (গ্রামীন) কামনাশিস সেন জানিয়েছেন, আদালত ও বিচার ব্যবস্থার উপর সবাইকে আস্থা রাখতে হবে। তাই অপরাধ যত বড় হোক না কেন, শাস্তি হবেই।