ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সুরের জগতে উঠে এল আরেক বাঙালির নাম। তিনি হলেন নিমতার মানসী (Manasi Ghosh)। গত রবিবার ইন্ডিয়ান আইডলের মঞ্চে যার কণ্ঠ শুনে অভিভূত হয়েছে গোটা দেশ। তার হাতেই উঠল সেরা শিরোপা।
গানের প্রতি প্রচন্ড ভালোবাসা (Manasi Ghosh)
একদম সাধারণ পরিবারের মেয়ে মানসী ঘোষ (Manasi Ghosh)। গানের জগতে এসেছিলেন মাত্র চার বছর বয়সে। তারপর গান শিখতে শিখতে গানকে ভীষণ ভাবে ভালোবেসে ফেলেন। প্রথম স্টেজ শো করেছিলেন মাত্র ১৩ বছর বয়সে। স্টেজ শো করেই রোজগার করতে শুরু করেন। পরিবারের হাল ধরেন। তখন মানসীর বয়স মাত্র ১৫ থেকে ১৬ বছর। পরিবারের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। নিমতার একদম সাধারণ পরিবারের মেয়ে আজ ভারতের সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র।
গানের পাশাপাশি পড়াশোনা (Manasi Ghosh)
মানসী (Manasi Ghosh) উচ্চ মাধ্যমিক পাশ করেছেন ২০১৮ সালে। তারপর ২০২১ সালে ইংরেজিতে অনার্স নিয়ে স্নাতক। বাড়িতে তাকে আদর করে সবাই ডাকে মানু বলে। সুপার সিঙ্গারে থাকাকালীন কলেজের ফাইনাল ইয়ারে পরীক্ষা দেন। একসাথে ব্যালেন্স করে গানের পাশাপাশি পড়াশোনা করেছেন। মানসীর ইংরেজিতে মাস্টার্স করার ইচ্ছে রয়েছে। শুধু গান নয়, নাচেও মানসী বেশ পটু ছিলেন। পরবর্তী কালে গানকেই পুরোপুরি ভাবে ফোকাস করেন।
কুড়ি বছরের সাধনা
গত রবিবার ‘ইন্ডিয়ান আইডল সিজন ১৫’ (Indian Idol Season 15) এ প্রথম জায়গা অর্জন করলেন তিনি। নেপথ্যে রয়েছে তার কুড়ি বছরের সাধনা এবং পরিশ্রম। মানসী প্রথম থেকেই ইন্ডিয়ান আইডলে নিজের আলাদা একটা পরিচিতি করেছিলেন। ইতিমধ্যেই একটি গানে প্লে ব্যাক করেছেন। তিন বিচারকই তার গানে মুগ্ধ। যদিও এই প্রথম নয়, এর আগেও মানসীকে সুপার সিঙ্গারে দেখা গিয়েছিল। তখন ফাইনালে পৌঁছাতে পারেননি। হাতে পাননি ট্রফি। তবে দ্বিতীয় স্থানে ছিলেন।
আরও পড়ুন: Kiara Advani: মাতৃত্বকালীন সময়ে কিয়ারার বিশেষ খাবার, ছবি পোস্ট করে কী বোঝাতে চাইলেন?
মঞ্চে প্রশংসায় ভাসলেন মানসী
মানসী সুপার সিঙ্গারের পর থেমে যাননি। নিজেকে তৈরি করেন ইন্ডিয়ান আইডলের জন্য। ২০২৪ সালের জুন জুলাই মাসে অডিশন দেন। তারপর ৭ থেকে ৮ মাসের একটা জার্নি । অবশেষে গত রবিবার তিনি হলেন প্রথম । বিচারকের আসনে শ্রেয়া ঘোষাল, বাদশা এবং বিশাল দাদলানির প্রিয় হয়ে উঠেছিলেন তিনি। একই ভাবে মানসীর প্রশংসা শোনা গিয়েছে অক্ষয় কুমার, করণ জোহর, অনুপম খের, গোবিন্দা, কঙ্গনা রানাউত থেকে শুরু করে সুখবিন্দর সিংয়ের মুখে।
আরও পড়ুন: Sudip-Preetha Divorce: হার মানল ভালোবাসা, আলাদা হলেন সুদীপ-পৃথা! নেপথ্যে কি বয়সের ফারাক?
হাতে একগুচ্ছ কাজ
আপাতত মানসী ভীষণ ব্যস্ত। খুব শীঘ্রই তার নিজের একটি অরিজিনাল বাংলা সিঙ্গেল প্রকাশিত হতে চলেছে। যার সুর তিনি নিজেই দিয়েছেন। এছাড়াও বেসরকারি চ্যানেলের হয়ে ট্যুর শুরু করবেন ব্রিটেন থেকে আমেরিকা। ট্যুর শুরু হবে আগামী মে মাস থেকে। পাশাপাশি বাদশার সঙ্গে তার কোলাবরেশনের কথা রয়েছে।