ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ট্রফি হাতে ঘরে ফিরলেন বাংলার মেয়ে মানসী ঘোষ (Manasi Ghosh)। ‘ইন্ডিয়ান আইডল ১৫’ (Indian Idol 15) এর বিজেতা এবার বাংলার মেয়ে। এটা কম গর্বের বিষয় নয়। খেতাব আর ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লক্ষ টাকা। এতগুলো মাস ধরে শ্রেয়া ঘোষালের (Shreya Ghoshal) সান্নিধ্যে থাকা, কেমন ছিল সেই অভিজ্ঞতা? ট্রাইব টিভির সঙ্গে সাক্ষাৎকারে মানসী শেয়ার করলেন অজানা কথা।
লক্ষ লক্ষ মানুষের হৃদয় জয় (Manasi Ghosh)
শুধু শিরোপা নয়, মানসী (Manasi Ghosh) জিতে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়। জাতীয় মঞ্চ থেকে এত বড় প্রাপ্তি, সবার থেকে প্রচুর ভালোবাসা এবং আশীর্বাদ পেয়েছেন। মানসীর ইচ্ছা আছে, পুরস্কারের অর্থ থেকে কিছুটা তার স্বাধীন মিউজিকের জন্য ব্যবহার করবেন।
জয়ের পর মানসীর অভিব্যক্তি (Manasi Ghosh)
মানসীর (Manasi Ghosh) কাছে পরাজিত হয়েছেন শুভ্রজিৎ চক্রবর্তী এবং স্নেহা শঙ্কর। তারা দু’জনে রয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় স্থানে। এবারের ইন্ডিয়ান আইডলে শীর্ষ দুজনই বাংলার ছেলে মেয়ে। টপ ছয় ফাইনালিস্টদের মধ্যে তিনজন ছিলেন বাঙালি। জয়ের পর মানসী বুঝতেই পারেননি যে তিনি জয়ী হয়েছেন। তার পরিবারের সবাই ফাইনালের জন্য অনুষ্ঠানের ওখানে গিয়েছিল। সবাই কাঁদছিল। প্রচুর আনন্দ করছিল। কিন্তু জয়ের পর মানসীর প্রথম প্রতিক্রিয়া কি হওয়া উচিত, সেটা তিনি বুঝতেই পারেননি। রীতিমত অভিভূত হয়ে যান। মনে করেন, তার জীবন একেবারে বদলে গিয়েছে।
আরও পড়ুন: Manasi Ghosh: ইন্ডিয়ান আইডলে মানসীর সাফল্যের সিক্রেট কী? সুরের সাধনায় কত বছর?
কলকাতায় ফিরে কী বললেন?
ইতিমধ্যেই কলকাতায় ফিরে এসেছেন মানসী। নিজের চারপাশে প্রিয়জনদের দেখতে পেয়ে ভীষণ খুশি। বুঝতে পারছেন, তার সাফল্যে সবাই খুশি এবং গর্বিত। ট্রাইব টিভিকে মানসী বলেন, “এত বছর ইন্ডিয়ান আইডল হচ্ছে। এবার বাংলায় ট্রফি এল। শুধু তাই নয়, শীর্ষ দুই স্থানে বাংলার প্রতিযোগী। আমার উইনার হওয়ার থেকেও, আমি এই বিষয়টা নিয়ে ভীষণ খুশি। এই ট্রফিটা পুরো দেশের তো অবশ্যই, পাশাপাশি আমি আমার বাংলার সকল মানুষকে ডেডিকেট করতে চাই।”
মানসীর স্ট্রাগল
মানসী ছোট থেকে অনেক কষ্ট করেছেন। পরিবারের জন্য মাত্র ১৫-১৬ বছর বয়স থেকে স্টেজ শো করতে শুরু করেছিলেন। একদম সাধারণ পরিবারের মেয়ে। আর আজ সেই মেয়ে জাতীয় মঞ্চে নিজের পরিচিতি গড়ে তুললেন। মানসী শুধু বাংলার গর্ব নন, গোটা দেশের গর্ব। মানসীর জয়কে কেন্দ্র করে উদযাপনের পরিকল্পনা রয়েছে। কলকাতায় ফেরার সময় বিমানবন্দরে তাকে অনেকে সংবর্ধনা দিয়েছেন।
আরও পড়ুন: Kiara Advani: মাতৃত্বকালীন সময়ে কিয়ারার বিশেষ খাবার, ছবি পোস্ট করে কী বোঝাতে চাইলেন?
শ্রেয়া ঘোষালের সাথে মানসীর সম্পর্ক
শ্রেয়া ঘোষালের সম্পর্কে মানসী বলেন, ” শ্রেয়া ম্যাম খুবই ভালো। সবাইকেই উনি খুব ভালোবাসেন। উনি বিচারক ছিলেন, কিন্তু একদম মেন্টরের মতো আমাদেরকে বুঝিয়েছেন। আমাদের সাথে হাসিখুশি থেকেছেন। খুবই মিশুকে উনি। ওনার পার্সোনালিটি একদম সুইট।”