ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের কাজের জন্য এই বছর বড়দিনের (Christmas) ছুটিকে বেছে নিলেন অভিনেত্রী মানসী সিনহা (Manasi Sinha)। পৈতৃক বাড়ির বাঁচানোর লড়াই নিয়ে আসছে নতুন সিনেমা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ (5 No Swapnamoy Lane)।
পরিচালকের দ্বিতীয় সিনেমা (Manasi Sinha)
এই সিনেমাটির পরিচালক (director) মানসী সিনহা। মানসী সিনহার এটি দ্বিতীয় নম্বর ছবি। যেটি তিনি পরিচালনা করছেন। ধাগা প্রোডাকশনের (Dhagaa Production) ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya), চন্দন সেন (Chandan Sen ), খরাজ মুখার্জি, অর্জুন চক্রবর্তী, পায়েল মুখার্জি ও অন্বেষা হাজরা।

অন্বেষা হাজরা
অন্বেষা হাজরা( Annwesha Hazra) এর আগে বাংলা ধারাবাহিকে কাজ করলেও বাংলা সিনেমা জগতে তিনি কোনও কাজ করেননি। এই প্রথম বাংলা সিনেমায় অভিনয় করলেন। অন্বেষার এক সময় এর জনপ্রিয় ধারাবাহিক আমাদের ‘এই পথ যদি না শেষ হয়’ সেইখানে ঠাম্মির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মানসী সিনহা।

এটা আমাদের গল্প (Manasi Sinha)
তখন থেকেই অভিনেত্রী ছবি পরিচালনার কাজে এগোচ্ছিলেন, সেই সময় অভিনেত্রী ‘এটা আমাদের গল্প ‘(Eta Amader Golpo) সিনেমাটি নিয়ে কাজ করছিলেন। ‘এটা আমাদের গল্পের’ সাফল্যর পর মানসি সিনহার ছবি পরিচালনা করার সাহস অনেকাংশ বেড়ে গেছে। যার ফলস্বরূপ তিনি আবার তার পরিচালনায় দ্বিতীয় ছবি চলতি বছরের ২০ ডিসেম্বর মুক্তির বিষয়ে দর্শকদের জানিয়েছেন।

বড় পর্দায় প্রথম কাজ
অন্বেষা হাজরার বড় পর্দায় আগমন ঘটতে চলেছে, তার ধারাবাহিকের ঠাম্মির হাত ধরে। মানসী সিনহা ধারাবাহিক অভিনয় করার সময় অন্বেষা হাজার অভিনয় নিয়ে সর্বদাই প্রশংসা করতেন। অন্বেষা হাজরাকে তিনি অন্যরূপে দর্শকদের সামনে ফুটিয়ে তুলবেন, ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমাটির মধ্য দিয়ে। অভিনেত্রী মানসী সিনহা বর্তমানে কোনও ধারাবাহিক বা কোনও সিনেমা সিরিজে অভিনয় করছেন না। পরিচালক হিসেবে তাঁর নতুন পথ চলাতেই সময় দিচ্ছেন।