ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: এই মাস অর্থাৎ জুলাই মাসে কন্যা (Mangal Gochar) রাশিতে মঙ্গলের গোচর হতে চলেছে। মঙ্গল সাহস, বীর্য, ক্রোধ, শক্তির প্রতীক। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কন্যা রাশি বুধের রাশি। বুধ আর মঙ্গলের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো নয়। তাই এই গোচরের ফলে কয়েকটি রাশিকে বেশ কিছু অসুবিধার মুখোমুখি হতে পারে। এই গোচরের সময়কাল, ২৮ জুলাই, ২০২৫, সন্ধ্যা ৭:৫৮ মিনিট। এই গোচর চলবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত। তাই এই সময়কালে বেশকিছু রাশির জাতকদের খুব সাবধান থাকা উচিত। বিশেষত, কেরিয়ার, পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত দিকের খুব ভালো করে খেয়াল রাখতে হবে।
কোন কোন রাশির উপর প্রভাব পরার আশঙ্কা! (Mangal Gochar)
ধনু রাশি (Mangal Gochar)
এই সময়কালে স্বাস্থ্য ও পরিবারের বিষয়ে বিশেষ করে (Mangal Gochar) সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময়, গাড়ি চালাবার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। যেকোনও পদক্ষেপ খুব বুঝেশুনে নিতে হবে। সামান্য কিছু ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে। এই সময় কোনওরকম ঝগড়া, ঝামেলায় ভুল করেও জড়াবেন না। রাজনীতি থেকে শতহস্ত দূরে থাকুন। নতুন কোনও কাজ করার আগে বারংবার বিবেচনা করুন।
মেষ রাশি
এই রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে। তাই ছোটখাটো সমস্যাও অবহেলা মোটেও করবেন না। পরিকল্পনা অনুযায়ী সব কাজ নাও হতে পারে। কিন্তু হতাশ হবার কিছু নেই। বিদেশে যাবার বিষয় নিয়ে বিশেষ সতর্ক থাকুন। কন্যা রাশিতে এই গোচরের কারণে মানসিক চাপ বাড়তে পারে। তবে চিন্তার কোনও কারণ নেই, সব ভালো ঠিক হবে।

আরও পড়ুন: Subhabrata Chatterjee on Tollywood: টলিউডে দমবন্ধকর পরিস্থিতি! সরব পরিচালক শুভব্রত চ্যাটার্জী
তুলা রাশি
এই রাশির জাতকদের দূরে যাত্রা না করাই ভালো। বাড়ির বাইরে বেরোলে খুব সাবধানে থাকুন। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত মোটেই নেবেন না। আপাতত বুঝেশুনে খরচ করুন। সময় খুব কঠিন বটে, কিন্তু সাবধানে চললে খুব একটা অসুবিধা হবে না। পরিবারকে সময় দিন, বাড়ির মহিলাদের যথাযথ সম্মান করুন।