ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ২০২৫ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে ৯ নম্বরে ব্যাট করতে নামার পর (Manjrekar on Dhoni) ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার এমএস ধোনি সম্পর্কে বড় বক্তব্য দেন।
নম্বর ৯-এ ব্যাট করতে নেমে সমালোচনার মুখে ধোনি (Manjrekar on Dhoni)
আইপিএল ২০২৫-এ চেন্নাই সুপার কিংস (CSK)-এর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) বিরুদ্ধে হারের পর মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে (Manjrekar on Dhoni)। বড় রান তাড়া করার সময় CSK স্যাম কারান ও রবিচন্দ্রন অশ্বিনের মতো ব্যাটারদের ধোনির আগে পাঠায়। অথচ ধোনি টি-টোয়েন্টির অন্যতম সেরা পাওয়ার হিটার।
এই প্রসঙ্গে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও জনপ্রিয় বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার বলেন, ধোনি এখন CSK দলে মূলত ব্র্যান্ড হিসেবেই রয়েছেন, ব্যাটার হিসেবে নয়।
“ধোনি এখন CSK-এর জন্য শুধুই একটা ব্র্যান্ড” (Manjrekar on Dhoni)
জিওস্টারে কথা বলতে গিয়ে মাঞ্জরেকার বলেন, “আমি বড় ছবিটা দেখতে চাই। গত বছর ও এই বছর ধোনি CSK-এর জন্য ক্রিকেটারের থেকে বেশি ব্র্যান্ড হিসেবে খেলছেন।” তিনি আরও বলেন, “CSK যখন একাদশ নির্বাচন করে, তারা অতিরিক্ত ব্যাটার নেয় না, কারণ ধোনি রয়েছেন। ধোনি তাদের জন্য একপ্রকার বোনাস প্লেয়ার। তার ভূমিকা এখন অন্যরকম।”
“ধোনিকে ক্যাপ্টেন করা উচিত”
ধোনির জনপ্রিয়তা মেনে নিয়েও মাঞ্জরেকার মনে করেন, CSK ধোনির যোগ্যতা সঠিকভাবে ব্যবহার করতে পারছে না। এত নিচে ব্যাট করতে নামিয়ে তার ক্ষমতাকে নষ্ট করা হচ্ছে। তিনি আরও বলেন, “ধোনি যদি এত দেরিতে ব্যাট করতে আসে, তাহলে ওকে অধিনায়ক করা উচিত। ও দুর্দান্ত কিপিং করছে, কিন্তু ক্যাপ্টেন হলে আরও বেশি অবদান রাখতে পারবে। এখন ওকে ঠিকমতো কাজে লাগানো হচ্ছে না।”
আরও পড়ুন: KKR vs LSG Match: ইডেনেই হচ্ছে কেকেআর-লখনৌ ম্যাচ, ৬ এপ্রিলের বদলে ম্যাচ হবে ৮ এপ্রিল
RCB-র বিরুদ্ধে ধোনির ৩০ রান, কিন্তু দেরিতে আসায় মূল্যহীন ইনিংস
ধোনি নম্বর ৯-এ ব্যাট করতে নেমে মাত্র ১৬ বলে ৩০ রান করেন। তবে, এত দেরিতে ব্যাট করতে নামায় সেই রান ম্যাচের ফলাফলে কোনো প্রভাব ফেলেনি। তখন খেলা কার্যত শেষ হয়ে গিয়েছিল।
আরও পড়ুন: Dosa Idli Viral Video: মাঝ আইপিএলেই শেষ কেরিয়ার, এ কী অবস্থা ধোনি-কোহলির!
CSK ধোনিকে মাত্র ৪ কোটি টাকায় ধরে রেখেছে
আইপিএল ২০২৫-এর আগে CSK ধোনিকে মাত্র ৪ কোটি টাকায় ধরে রাখে। যেসব খেলোয়াড় পাঁচ বছর বা তার বেশি সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি, তাদের ‘আনক্যাপড’ হিসেবে ধরে রাখার নিয়মের ভিত্তিতেই CSK ধোনিকে দলে রেখেছে।