ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়ানে শোকস্তব্ধ গোটা দেশ। ঘোষণা করা হয়েছে ৭ দিনের রাষ্ট্রীয় শোক। মনমোহন সিংয়ের প্রয়ানের পর কেমন রয়েছে তার ছেলেবেলার আদি বাড়ি?
মনমোহন সিংয়ের প্রয়াণে দেশ শোকস্তব্ধ (Manmohan Singh)
বৃহস্পতিবার সন্ধ্যা গড়াতেই আসে শোক সংবাদ। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কংগ্রেসের বর্ষীয়ান নেতা মনমোহন সিংয়ের (Manmohan Singh) জীবনাবসান। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী।শ্বাসকষ্টজনিত কারণে মনমোহন সিংকে ভর্তি করা হয়েছিল দিল্লির এইমসে (AIIMS)। সেখান থেকেই তাঁর প্রয়াণের শোক বার্তা জানানো হয়। এককালে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর থেকে ভারতের অর্থমন্ত্রী এবং পরবর্তীতে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা মনমোহন সিংয়ের (Manmohan Singh) প্রয়াণে দেশ শোকস্তব্ধ। শোকস্তব্ধ তার জন্মস্থান, তার আদি বাড়িও।
অমৃতসরে মনমোহনের ছেলেবেলা (Manmohan Singh)
ভারতবর্ষের এই উদার অর্থনীতির জনকের জন্ম হয়েছিল বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে চকওয়াল জেলার গ্রাম গাহ-তে।১৯৩২ সালের ২৬ সেপ্টেম্বর জন্ম নেন গুরমুখ সিং এবং অমৃত কৌরের এই কৃতী সন্তান।দেশভাগের সময় কিশোর মনমোহন বাবা-মায়ের সঙ্গে চলে এসেছিলেন এদেশে। এরপর মনমোহন সিংয়ের (Manmohan Singh) পরিবার অমৃতসরে এসে বসতি স্থাপন করে।এখানেই কেটেছে মনমোহনের ছেলেবেলা।
আরও পড়ুন: Manmohan singh: মনমোহন সিং-এর প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ, ৭ দিন ‘জাতীয় শোক’
মনমোহনের আদি বাড়ি
বর্তমানে মনমোহন সিংয়ের ছেলেবলার স্মৃতি বিজরিত এই বাড়ি যত্ন ও পরিচর্চার অভাবে আজ ভগ্নপ্রায়, জরাজীর্ণ।বাড়ির ছাদ থেকে নেমেছে গাছের ঝুড়ি, ভাঙা জানলা দরজা।খসে পড়েছে প্লাস্টার, বাড়ির রঙ আদেও ছিল কি না তা আজ আর বোঝার উপায় নেই। মনমোহন সিংয়ের প্রয়ানেও নিঝুম নিশ্চুপ এই বাড়ি।শোক করার মত একটি জনপ্রাণীও নেই বাড়িতে। দেওয়াল জুড়ে শুধুই স্মৃতির ছায়া।
শোকাহত স্থানীয় বাসিন্দারা
কেউ না বলে দিলে বোঝার উপায় নেই এই বাড়িতেই একদিন কেটেছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছেলেবেলা। তবে এখানকার মানুষের স্মৃতিতে ড.মনমোহন সিংয়ের নাম এখনো উজ্জ্বল।
একজন স্থানীয় বাসিন্দা জানালেন, “আমি জানি, প্রাক্তন প্রধানমন্ত্রী ডাঃ মনমোহন সিং ৭০-৮০ বছর আগে এখানে থাকতেন। এমপি হওয়ার পর তিনি একবার এখানে এসেছিলেন। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত।
আরও পড়ুন: Manmohan Singh: মনমোহন থেকে হয়ে উঠেছিলেন ‘মৌনমোহন’, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী
সময়ের স্রোতে তলিয়ে যাবে মনমোহনের আদি বাড়ি ?
ইতিহাসকে বাঁচিয়ে রাখতে মনমোহন সিংয়ের ছেলেবলার স্মৃতি বিজরিত এই বাড়ি তার প্রয়ানের পর সরকারি উদ্যোগে সংরক্ষণ করা হবে, নাকি কালের গর্ভে ক্রমশ তলিয়ে যাবে এই বাড়ি, এখন সেটাই দেখার।