ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মুম্বই (Mumbai) পাড়ি দিয়ে মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) সঙ্গে কাজ করে তাক লাগিয়ে দিলেন টলিপাড়ার এই কন্যা (Manoj Bajpayee and Rii Sen)। টলিউড ইন্ডাস্ট্রিতে খুবই জনপ্রিয় মুখ ঋ (Rii Sen)। ধারাবাহিকের মধ্য দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করলেও, তিনি শুধু ধারাবাহিকের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি।
এক সময় অভিনেত্রী একের পর এক ধারাবাহিকের কাজ করে গেছেন। প্রতিটি কাজেই পেয়েছেন সাফল্য।
জনপ্রিয়তা থাকা সত্ত্বেও হঠাৎ করে অভিনেত্রী ধারাবাহিক থেকে বিরতি নিয়েছিলেন । একের পর এক নতুন ধরনের কাজ করার চেষ্টা করে গিয়েছেন।
আরও পড়ুন: Payel Deb Marriage: টলিপাড়ায় আবার সানাই, শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন পায়েল
বহু বছর ধরেই অভিনেত্রী বিভিন্ন টেলিফিল্ম, শর্ট ফিল্ম, আর্ট ফিল্ম সব রকম মাধ্যমেই নতুন চরিত্র খুঁজেছেন এবং অভিনয় করেছেন। অভিনেত্রীর অভিনয় করা এই চরিত্র গুলির মধ্যে বেশিরভাগ চরিত্রই অসফল।
এই অসফলতা নিয়ে অভিনেত্রীর কোনও খারাপ লাগা নেই। তিনি মনে করেন, ওই সময় জীবনে ঠকতে ঠকতে নিজের ভুলগুলো বুঝতে পেরেছিলেন এবং নিজের অভিনয়ের দক্ষতা আর দৃঢ় করেছিলেন।
আরও পড়ুন: Jagaddhatri-Svayambhu Relationship: জগদ্ধাত্রী-স্বয়ম্ভু ঝগড়া করছেন নাকি প্রেম? ফাঁস সত্যি
এত কিছুর মাঝে হঠাৎই জানা গিয়েছে, সম্প্রতি জি ফাইভ ওটিটিতে তাঁর অভিনয় করা হিন্দি ছবি ডেসপ্যাচ (Despatch) মুক্তি পেতে চলেছে, চলতি বছরের শেষে। এই ছবিতে অভিনেত্রীর বিপরীতে অভিনয় করেছে বিখ্যাত অভিনেতা মনোজ বাজপেয়ী।
তাদের এই ছবিটি সম্প্রতি মামি ফ্লিম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। কিছু কাজের জন্য এখানে অভিনেত্রী উপস্থিত থাকতে পারেননি। কিন্তু তিনি ভীষণ আশাবাদী। ছবিটি যখন মুক্তি পাবে দর্শকরা তার এই ধরনের কাজ থেকে ভীষণ খুশি হবেন।
এই কাজটি করার জন্য অভিনেত্রীকে কলকাতা ছেড়ে পাঁচ ছয় মাসের জন্য মুম্বই গিয়ে থাকতে হয়েছিল।
সদ্য বাংলায় ধারাবাহিক শেষ করেই অভিনেত্রী উড়ে গিয়েছিলেন মুম্বইতে। তিনি জানতেন না মুম্বইতে গিয়ে তিনি আদৌ সাকসেস পাবেন কিনা। তারপর তিনি বিভিন্ন জায়গায় অডিশন দেন। অবশেষে পেলেন বড় সুযোগ।