ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: কাশ্মীর উপত্যকায় ফের জঙ্গিহানার আশঙ্কা (Terror Alert)! কাশ্মীরের ৪৮টি পর্যটনকেন্দ্র বন্ধ করে দিল ওমর আবদুল্লার সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।
সূত্রের খবর, উপত্যকার মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৪৮টি। এসব এলাকায় সাময়িকভাবে পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে (Terror Alert)। তালিকাভুক্ত অঞ্চলগুলির মধ্যে রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার ও রামপোরা-সহ একাধিক জনপ্রিয় গন্তব্য। এসব এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে সন্ত্রাসবিরোধী তল্লাশি অভিযান।
আরও পড়ুন: Sundarban Border: সুন্দরবন জল সীমান্তে জঙ্গি ঠেকাতে কড়া নজর সীমান্তরক্ষী বাহিনীর

এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জম্মু-কাশ্মীর প্রশাসনের এক উচ্চপদস্থ কর্তা জানিয়েছেন, পরিস্থিতি যতটা না স্থিতিশীল, তার চেয়ে অনেক বেশি জটিল (Terror Alert)। সম্প্রতি পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক। সেই হামলার পর থেকেই উপত্যকাজুড়ে জারি হয়েছে হাই অ্যালার্ট। শ্রীনগর, ডোডা এবং কিশ্তোয়ারে একাধিক এলাকায় চলছে ধারাবাহিক নিরাপত্তা অভিযান। শুধুমাত্র গত ছয় দিনেই ৬০০টিরও বেশি স্থানে অভিযান চালিয়েছে নিরাপত্তাবাহিনী।
আরও সক্রিয় হয়ে উঠেছে লুকিয়ে থাকা জঙ্গিরা! (Terror Alert)
গোয়েন্দা সংস্থার দাবি, পহেলগাঁও হামলার পর থেকেই সক্রিয় হয়ে উঠেছে একাধিক জঙ্গি সংগঠন (Terror Alert)। ‘প্রত্যাঘাত’-এর পরিকল্পনা করছে তারা। জম্মু-কাশ্মীরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে ‘স্লিপার সেল’-গুলি। যে কোনও সময় ফের হামলা হতে পারে জনপ্রিয় কোনও পর্যটন কেন্দ্রে। সেই সতর্কতা থেকেই এই পদক্ষেপ বলে জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: BEd Admission: বিএড-এ ভর্তির হার ধাক্কা খেল রাজ্যে, ফাঁকা থাকল হাজার হাজার আসন!
তবে গুলমার্গ, সোনমার্গ, ডাল লেকের মতো প্রধান পর্যটনকেন্দ্রগুলি আপাতত খোলা থাকলেও সেখানে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে (Terror Alert)। পর্যটকদের অনুরোধ করা হয়েছে, তারা যেন নিরাপত্তা বাহিনীর নির্দেশ মেনে চলেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় না যান।
কাশ্মীর প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পর্যটন কেন্দ্রগুলি পুনরায় খুলে দেওয়া হবে।