ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঝাড়খণ্ডের গুমলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে খতম হলেন এক শীর্ষ মাওবাদী নেতা। তাঁর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা(Maoist Killed in Jharkhand)। নিহত নেতার নাম মার্টিন কেরকেটা, যিনি পিএলএফআই (People’s Liberation Front of India)-এর এরিয়া কমান্ডার ছিলেন।
কীভাবে ঘটল বন্দুকযুদ্ধ? (Maoist Killed in Jharkhand)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৫ অগস্ট) রাত সাড়ে ৯টা নাগাদ গুমলা জেলার কামদারা থানার চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী(Maoist Killed in Jharkhand)। হঠাৎই কয়েকজন মাওবাদী তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই সংঘর্ষেই নিহত হন মার্টিন কেরকেটা।
গোপন সূত্রে অভিযান শুরু (Maoist Killed in Jharkhand)
গুমলার পুলিশ সুপার (এসপি) হ্যারিস বিন জামান জানিয়েছেন,
“গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় কয়েকজন মাওবাদী আত্মগোপন করেছে(Maoist Killed in Jharkhand)। সেই খবরের ভিত্তিতে বিশেষ অভিযান শুরু করা হয়। অভিযানের সময়ই মাওবাদীরা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর (INDIAN ARMY)পাল্টা গুলিতে নিহত হয় পিএলএফআই কমান্ডার মার্টিন কেরকেটা।”
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।

আরও পড়ুন: Bangladesh Election : বাংলাদেশে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ঘোষণা করলেন ইউনূস!
কেন এত মাথার দাম? (Maoist Killed in Jharkhand)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত মাওবাদী নেতা মার্টিন কেরকেটা বহু বছর ধরে নিরাপত্তা বাহিনীর খোঁজের তালিকায় ছিলেন(Maoist Killed in Jharkhand)। তাঁর বিরুদ্ধে একাধিক হত্যা, চাঁদাবাজি এবং বিস্ফোরণ ঘটানোর অভিযোগ ছিল। এজন্যই সরকারের তরফে তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল ১৫ লক্ষ টাকা।

আরও পড়ুন: Russian Drone : ইরানের নকশায় তৈরি রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ থাকার অভিযোগ ইউক্রেনের
তল্লাশি চলছে (Maoist Killed in Jharkhand)
এসপি হ্যারিস বিন জামান জানিয়েছেন,“অভিযান এখনও শেষ হয়নি। এলাকায় আরও মাওবাদী আত্মগোপন করে থাকতে পারে। তাঁদের খোঁজে তল্লাশি চলছে।” গুমলা ও পার্শ্ববর্তী জেলায় এখনও সক্রিয় রয়েছে পিএলএফআই এবং অন্যান্য মাওবাদী সংগঠন। নিরাপত্তা বাহিনীর দাবি, এই অভিযানে বড় সাফল্য মিলেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার (৫ অগস্ট) রাত সাড়ে ৯টা নাগাদ গুমলা জেলার কামদারা থানার চাঙ্গাবাদি উপরটোলি এলাকায় তল্লাশি চালাচ্ছিল নিরাপত্তা বাহিনী। হঠাৎই কয়েকজন মাওবাদী তাঁদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়। সেই সংঘর্ষেই নিহত হন মার্টিন কেরকেটা।