ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মঙ্গলগ্রহের রহস্য উন্মোচনে (Mars Mission) নতুন অধ্যায় যোগ করল চীনের মহাকাশযান ঝুরং রোভার (Zhurong Rover)। ২০২১ সালের মে মাসে মঙ্গলের মাটি স্পর্শ করে এই রোভার, এবং প্রায় এক বছর ধরে লাল গ্রহের উত্তর গোলার্ধের উটোপিয়া প্ল্যানিশিয়া অঞ্চলে গবেষণা চালায়।
মঙ্গলে সমুদ্র সৈকত! (Mars Mission)
সম্প্রতি প্রসিডিংস অফ দ্য ন্যাশ্যানাল একাডেমি অফ সায়েন্স (Mars Mission) জার্নালে প্রকাশিত তথ্য অনুযায়ী, ঝুরং রোভার মঙ্গলের মাটির নীচে প্রাচীন সমুদ্র সৈকতের সন্ধান পেয়েছে। উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও তরঙ্গ ব্যবহার করে মাটির প্রায় ২৬০ ফুট গভীরে এই সৈকতের চিহ্ন আবিষ্কৃত হয়েছে।
মঙ্গলে প্রাণের সম্ভাবনা?
বিজ্ঞানীরা জানিয়েছেন, মঙ্গলের মাটির নীচে পাওয়া পাথরের স্তর পৃথিবীর সমুদ্র উপকূলের পাথরের সঙ্গে মিলে যায়। এই থেকে অনুমান করা হচ্ছে, কোটি কোটি বছর আগে মঙ্গলে বিশাল মহাসাগর ও বালির সৈকত ছিল। বিজ্ঞানী বেঞ্জামিন কার্ডেনাসের মতে, মঙ্গলের বুকে একসময় নদী, ব-দ্বীপ এবং সমুদ্র সৈকতের অস্তিত্ব ছিল। এই আবিষ্কার মঙ্গলে প্রাণের সম্ভাবনা নিয়ে বিজ্ঞানীদের আশাকে আরও জোরালো করেছে।
আরও পড়ুন: Maha Shivratri 2025: ১৫২ বছর পরে দুর্লভ সংযোগ, বুধ ও শনির চাল বদলে ভাগ্য বদলে যাবে এই তিন রাশির!
মঙ্গল অভিযানের নতুন দিশা!
ঝুরং রোভারের মিশন ২০২২ সালের মে মাসে শেষ হয়, এবং শীতকালীন ধুলোর ঝড়ে এটি নিষ্ক্রিয় হয়ে পড়ে। যদিও একে আবার সক্রিয় করার চেষ্টা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। তবে ঝুরং রোভারের এই আবিষ্কার মঙ্গলের প্রাচীন জলবায়ু ও ভূতাত্ত্বিক ইতিহাস বুঝতে বিজ্ঞানীদের নতুন দিশা দেখাচ্ছে।
