ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ব্যাংককে চলন্ত স্কুলবাসে জীবন্ত অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত অন্তত ২৫ জন পড়ুয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, ব্যাংককের উথাই থানি প্রদেশে। মোট ৪৪ জন পড়ুয়াকে নিয়ে উথাই থেকে ব্যাংককের আয়ুত্থায় শিক্ষাসফরের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি। মাঝরাস্তাতেই ঘটে ভয়ঙ্কর এই ঘটনা। চলন্ত বাসে অগ্নিদ্বগ্ধ হয় পড়ুয়ারা। মর্মান্তিক এই ঘটনায় নিহত পড়ুয়াদের নাম-ঠিকানা এবং বয়স জানা যায়নি। দেহগুলি উদ্ধার করে দ্রুত শনাক্তের কাজ শুরু করেছে ব্যাংকক প্রশাসন।
সূত্রের খবর, বাসটি স্কুল পড়ুয়া এবং শিক্ষক মিলিয়ে মোট ৪৪ জন যাত্রী নিয়ে শিক্ষামূলক ভ্রমণের জন্য মধ্য উথাই থানি প্রদেশ থেকে আয়ুথায়ার দিকে যাচ্ছিল। সেই সময় রাজধানীর উত্তর শহরতলির পথুম থানি প্রদেশের কাছে অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনার খবরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পরিবহন মন্ত্রী সুরিয়া জুংরুংরুংকিত।
গোটা বিষয়টি জানিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”মোট ৪৪ জন যাত্রী নিয়ে বাসটি শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিল। কিন্তু মাঝরাস্তাতেই এই বিপত্তি ঘটে। কীভাবে এমন অগ্নিকাণ্ড তা জানা যায়নি। বাসটি আগুনের এতটাই পুড়ে গিয়েছে যে ভিতর থেকে দেহগুলি বের করতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে।”
আরও পড়ুন: https://tribetv.in/mithun-chakraborty-to-be-honored-dadashaeb-phalke-award/