ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সাতসকালে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পঞ্জাবের মোহালি। বুধবার সকালে ফেজ ৯-এর একটি অক্সিজেন সিলিন্ডার প্ল্যান্টে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা(Blast in Mohali)। বিস্ফোরণের জেরে মৃত ও আহতের সংখ্যা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কমপক্ষে দু’জনের মৃত্যু হয়েছে বলে সরকারি সূত্রে নিশ্চিত করা হয়েছে। জখমের সংখ্যা আরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কীভাবে ঘটল বিস্ফোরণ? (Blast in Mohali)
পুলিশ সূত্রে খবর, বুধবার সকাল ৭টা নাগাদ মোহালির ফেজ ৯ শিল্প এলাকায় অবস্থিত ওই অক্সিজেন প্ল্যান্টে হঠাৎ বিকট বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা(Blast in Mohali)। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার মেঘে ঢেকে যায় প্ল্যান্ট চত্বর। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। শিল্পাঞ্চলের অনেক কারখানা শ্রমিক নিরাপদে বেরিয়ে এলেও অক্সিজেন প্ল্যান্টের ভেতরে কাজ করছিলেন অন্তত ১৫-২০ জন শ্রমিক। তাঁদের অনেকেই আহত হয়েছেন।
উদ্ধারকাজে নামল প্রশাসন (Blast in Mohali)
বিস্ফোরণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় মোহালি জেলা প্রশাসন, পুলিশ এবং দমকল বাহিনী(Blast in Mohali)। শুরু হয় উদ্ধার অভিযান। আহতদের দ্রুত স্থানীয় সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর জখম কয়েকজনকে ফেজ ৬-এর উন্নত মেডিক্যাল সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। মোহালির ডেপুটি কমিশনার জানান, ‘‘বিস্ফোরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মেডিক্যাল টিম, পুলিশ এবং প্রশাসনের ঊর্ধ্বতন আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এখনও পর্যন্ত দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে।’’ তবে তিনি সতর্ক করে বলেন, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে।
প্রাথমিক তদন্তে কী জানা গেল? (Blast in Mohali)
পুলিশের প্রাথমিক অনুমান, অক্সিজেন সিলিন্ডার ভর্তি করার সময় অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় বিস্ফোরণ ঘটে। তবে সঠিক কারণ জানতে ফরেনসিক টিমকে ডাকা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। পাশাপাশি, প্ল্যান্টের সেফটি প্রোটোকল মেনে চলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে। শ্রম দফতরেরও নজরদারি শুরু হয়েছে।

দুর্ঘটনার ভয়াবহতা (Blast in Mohali)
স্থানীয় সূত্রের দাবি, বিস্ফোরণের জেরে প্ল্যান্টের বড় অংশ ভেঙে পড়েছে। প্ল্যান্ট চত্বরে গাড়ি এবং অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে পড়েছে। বিস্ফোরণের জেরে ২ কিলোমিটার পর্যন্ত এলাকা কেঁপে ওঠে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
পুলিশের বক্তব্য (Blast in Mohali)
মোহালির পুলিশ সুপার জানিয়েছেন, ‘‘তল্লাশি অভিযান চলছে। ঘটনাস্থলে এখনও ধোঁয়া রয়েছে। সিলিন্ডারগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত উদ্ধারকাজে ঝুঁকি রয়েছে।’’ তিনি আরও জানান, ‘‘কতজন শ্রমিক ভেতরে ছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। নিখোঁজ শ্রমিকদের খোঁজে অভিযান চলছে।’’
রাজ্য সরকারের প্রতিক্রিয়া(Blast in Mohali)
দুর্ঘটনার খবর পাওয়ার পরেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী (Bhagwant Mann) সংশ্লিষ্ট কর্তাদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা হতে পারে। আহতদের চিকিৎসার সমস্ত খরচ সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: Russian Drone : ইরানের নকশায় তৈরি রুশ ড্রোনে ভারতীয় যন্ত্রাংশ থাকার অভিযোগ ইউক্রেনের
স্থানীয়দের আতঙ্ক(Blast in Mohali)
স্থানীয় বাসিন্দাদের দাবি, বহু দিন ধরেই প্ল্যান্টের সেফটি ম্যানেজমেন্ট নিয়ে অভিযোগ ছিল। দুর্ঘটনার পরে তাঁরা প্রশাসনের কড়া ভূমিকা দাবি করেছেন। তাঁদের বক্তব্য, ‘‘শিল্পাঞ্চলে এই ধরনের বিস্ফোরণ হলে বড় বিপর্যয় ঘটতে পারে। প্রশাসনকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে।’’
বর্তমানে গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। মিডিয়াকে সীমিত প্রবেশাধিকার দেওয়া হয়েছে। বিস্ফোরণের সঠিক কারণ এবং দায়িত্ব কার, তা জানতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে প্রশাসন। মোহালির এই ভয়াবহ বিস্ফোরণ ফের একবার প্রশ্ন তুলল— শিল্পাঞ্চলে সুরক্ষা নীতি মানা হচ্ছে তো?