ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাওড়ার মর্ডান মঙ্গলাহাট এলাকার বড় গুদামে ভয়াবহ আগুন। হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। লেলিহান শিখা চোখে না পড়লেও, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা (Massive Fire)। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রায় তিন হাজার ব্যবসায়ী এই এলাকায় কাজ করেন। স্বাভাবিকভাবেই আতঙ্কে হুড়োহুড়ি শুরু করেছেন সেখানকার ব্যবসায়ীরা।
ঘটনাস্থলে দমকলের ৭ ইঞ্জিন (Massive Fire)
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৭টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। বন্ধ দোকানের শাটার কেটে আগুনের উৎসস্থলে পৌঁছায় দমকল আধিকারিকরা। তবে গুদামের ঘিঞ্জি ও সংকীর্ণ পথের কারণে দমকলকর্মীরা বেগ পেতে হচ্ছে, যা আগুন নিয়ন্ত্রণের কাজকে করে তুলেছে আরও জটিল।
ক্ষয়ক্ষতির আশঙ্কা (Massive Fire)
হাওড়া থানার উল্টোদিকে যে মর্ডান হাট, সেখানে তিনতলায় আগুন লাগে। যেহেতু রবিবার, সোমবার ও মঙ্গলবার পাইকারি হাট গুলি বসে। আজ রবিবার হওয়ায় এখনও বন্ধ ছিল বেশকিছু ছোট দোকান। হাটের ছোট ছোট দোকানগুলিতে প্রচুর পরিমাণে জামাকাপড় মজুত ছিল। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন: Kolkata Weather Update: দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি ও সমুদ্র উত্তাল, মৎস্যজীবীদের সতর্কতা জারি!
হাওড়ার মর্ডান মঙ্গলাহাটে এই বিধ্বংসী আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন ও দমকল বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যাচ্ছে। যদিও এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, তবুও দ্রুত পরিস্থিতি সামলানোর চেষ্টা চলছে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।