ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শহরে ফের বিধ্বংসী আগুন। শুক্রবার দিনের ব্যস্ত সময়ে তপসিয়া এলাকায় ছড়ায় আগুন আতঙ্ক। পুড়ে ছাই অন্তত ২০০ টিরও বেশি ঝুপড়ি। শীতের মধ্যে আশ্রয়হীন হয়ে অথৈ জলে কয়েকশো মানুষ। এখনও পর্যন্ত দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে। যদিও এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। ঘটনাস্থলে রয়েছে প্রগতি ময়দান থানার পুলিশও।
স্থানীয় সূত্রে খবর, বেলা সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে বস্তিতে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে যায় আকাশ। যে জায়গায় আগুন লেগেছে, তার পাশে একটি বহুতলও রয়েছে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা। বহু ঝুপড়ি বাড়ি থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তা সিলিন্ডার ফাটার শব্দ বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই বহু ঝুপড়ি বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আজিজুল হক নামে বস্তির এক বাসিন্দা বলেন, ‘‘আগুন খুব দ্রুত ছড়াতে শুরু করে। আর কানফাটা শব্দ চারিদিকে। আগুনের শিখা ও ধোঁয়া বহু দূর থেকে দেখা যাচ্ছিল।’’
আরও পড়ুন: https://tribetv.in/sukanta-majumdar-in-discomfort-due-to-bail-pressured/
আরও পড়ুন: https://tribetv.in/mamata-banerjee-speaks-over-amit-shahs-ambedkar-remark/
স্থানীয় বাসিন্দারা জানান, যে জামাটা পরে ছিলাম, সেটা বাদে আর কিছুই বাঁচাতে পারিনি। সব পুড়ে গিয়েছে। দমকল পৌঁছনোর আগেই অবশ্য স্থানীয় লোকজন খাল থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকল আসতে কেন এত দেরি, সেই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়েরা। স্থানীয় এক বাসিন্দা বললেন, ”আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল যে, বালতির জলে নেভানো যাচ্ছিল না। দমকল অনেক দেরিতে এসেছে।”