Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশে ভেসে গেল ময়নাগুড়ির সাত বছরের শিশু (Maynaguri), সীমান্ত পেরিয়ে ফিরল দেহময়নাগুড়ি ব্লকের বালাসন এলাকা। মামাবাড়ি বেড়াতে এসে আর ফেরা হল না সাত বছরের শঙ্খদীপ ঘোষের। সোমবার দুপুরে আচমকা নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের আতঙ্কিত সদস্যরা তৎক্ষণাৎ পুলিশকে খবর দেন। খবর পেয়েই ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তল্লাশি দল গঠন করা হয়।
খোঁজ চালানো হয় (Maynaguri)

প্রথমে আশেপাশের (Maynaguri) এলাকায় এবং পার্শ্ববর্তী থানাগুলির সঙ্গে যোগাযোগ করে খোঁজ চালানো হয়, কিন্তু কোনো সুরাহা মেলেনি। এরপর সন্দেহ হয় যে, হয়তো শিশুটি কাছের ধরলা নদীতে পড়ে গেছে। সঙ্গে সঙ্গেই নদী সংলগ্ন এলাকায় তল্লাশি শুরু হয়। খবর সূত্রে জানা যায়, আইসি সুবল ঘোষ নিজে সিভিল ডিফেন্স কর্মীদের নিয়ে স্পিডবোটে চেপে পৌঁছে যান বাংলাদেশ সীমান্তের দিকে। বিএসএফ-এর সহযোগিতায় সীমান্ত পেরিয়ে যোগাযোগ করা হয় বাংলাদেশের পুলিশ প্রশাসনের সঙ্গে।
আরও পড়ুন : Indian Army : উরি সেক্টরে জঙ্গি অনুপ্রবেশ নস্যাৎ করলো সেনা, সংঘর্ষে শহিদ এক জওয়ান
পরিবারের হাতে তুলে দেওয়া হয় (Maynaguri)
বাংলাদেশের পাটগ্রাম উপজেলার বুড়িমারি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুড়িয়াটারি এলাকায় ধরলা নদীর তীরে শিশুর মৃতদেহ উদ্ধার হয়। ছবির মাধ্যমে তা শনাক্ত করেন শঙ্খদীপের আত্মীয়রা। চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের মাধ্যমে, বিএসএফ ও বাংলাদেশ বর্ডার গার্ডের সহযোগিতায় দেহ ফিরিয়ে আনা হয় ভারতে। এরপর ময়নাগুড়ি থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যায়। মঙ্গলবার বিকেলে সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে শিশুটির দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।