Last Updated on [modified_date_only] by Anustup Roy Barman
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সোমবার যুবভারতী স্টেডিয়ামে মোহনবাগানের মুখোমুখি হবে জামশেদপুর (MBSG vs Jamshedpur)। টানা দ্বিতীয়বারের আইএসএল কাপের ফাইনালে ওঠার লক্ষ্যে লড়বে বাগান। সোমবার সল্টলেক স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের ফিরতি লেগে ২-১ ব্যবধান পূরণ করার জন্য বাগানকে প্রস্তুত থাকতে হবে। এই ম্যাচে তাদেরকে দুই গোলের ব্যবধানে জিততে হবে।
জামশেদপুরে ধাক্কা, কিন্তু ফিরতি ম্যাচে আত্মবিশ্বাসে ভরপুর মোহনবাগান (MBSG vs Jamshedpur)
গত বৃহস্পতিবার জামশেদপুর এফসির কাছে হারের ধাক্কা মোহনবাগান সুপার জায়ান্টকে মাটিতে নামিয়ে আনলেও, সেটাই দলকে নতুন করে সতর্ক করেছে (MBSG vs Jamshedpur)। ISL-XI লিগ পর্বের বিরতির পর কিছুটা ঝিমিয়ে পড়েছিল দল, জামশেদপুরের হারের পর সেই ধোঁয়াটে পরিস্থিতি কাটতে শুরু করেছে।
আজ, সোমবার, সল্টলেক স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দুই গোলের ব্যবধানে জিততে হবে মোহনবাগানকে। তাহলেই পরপর দ্বিতীয়বার আইএসএল কাপের ফাইনালে পৌঁছনো যাবে। প্রথম লেগে ২-১ ব্যবধানে হেরেছিল তারা।
ঘরের মাঠে অজেয় মোহনবাগান, দর্শক সমর্থনের ভরসা (MBSG vs Jamshedpur)
এই আইএসএলে এখনও পর্যন্ত ঘরের মাঠে একটিও ম্যাচ হারেনি মোহনবাগান (MBSG vs Jamshedpur)। ১১ ম্যাচে অজেয় থাকার রেকর্ড নিয়ে আজ নামছে তারা। দলের বিশ্বাস, শত সহস্র সমর্থকের গর্জনে কেঁপে উঠবে জামশেদপুর শিবির।
যদিও আগের ম্যাচে জামশেদপুরে ঘটে যাওয়া একটি ঘটনার রেশ এখনও রয়ে গেছে। অভিযোগ, জেসন কামিংসের গোল উদযাপনের সময় কিছু মোহনবাগান সমর্থককে পুলিশ ও নিরাপত্তারক্ষীরা মারধর করে। কয়েকজন আহতও হন। মোহনবাগান কোচ হোসে মোলিনা রবিবার সাংবাদিক সম্মেলনে বলেন, “হিংসা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। আশা করি এমন ঘটনা আর ঘটবে না। আমরা আজ মাঠে নামছি আমাদের সেই সমর্থকদের জন্য, যারা কষ্ট পেয়েছেন।”
আরও পড়ুন: MS Dhoni: ‘২০২৩-এই নেওয়া উচিৎ ছিল অবসর’, ধোনিকে বেনজির আক্রমণ প্রাক্তন ব্যাটারের
মাঠে উপস্থিত ছিলেন আক্রান্ত সমর্থকরাও
আজকের ম্যাচের আগের দিন সল্টলেক স্টেডিয়ামে ওই পাঁচজন সমর্থককেই ডেকে আনা হয়েছিল। মোলিনা তাঁদের প্রত্যেককে একটি করে গোলাপ ও ম্যাচের টিকিট উপহার দেন। স্ট্রাইকার জেমি ম্যাকলারেন বলেন, “এটাই আমাদের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার বার্তা।”
চোট-কার্ড সমস্যায় দুই দলই
মোহনবাগান দলে চোট সমস্যা রয়েছে। এখনই নিশ্চিত নয় লালেঙমাউইয়া ‘আপুয়া’ রালতে ও মনবীর সিংহ খেলতে পারবেন কিনা। অন্যদিকে জামশেদপুর এফসি-র সমস্যা হল সাসপেনশন। আজ খেলতে পারবেন না স্টিফেন এজে, মোবাশির রহমান ও অশুতোষ মেহতা। জামশেদপুর কোচ খালিদ জামিল বলেন, “হ্যাঁ, ওরা আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু এটা খেলারই অঙ্গ। ইনজুরি বা সাসপেনশন হতেই পারে। যারা আজ খেলবে, আমি ওদের উপর পূর্ণ আস্থা রাখছি।”
প্রথম লেগে মোহনবাগানের রক্ষণে ভুল, আজ চাই সংযম
প্রথম লেগের শেষ দিকে অতিরিক্ত আক্রমণে গিয়ে মোহনবাগান বড় ভুল করেছিল। জামশেদপুর তখন ব্যাকলাইন ফাঁকা পেয়ে যায় এবং সেই সুযোগেই জাভি হেরনান্দেজ গোল করে ম্যাচ জেতান। রক্ষণে ফিরতে পারেননি বাগান খেলোয়াড়রা। জেমি ম্যাকলারেন বলেন, “হয়তো তখন একটু বেশি বুঝে খেললে ১-১ রেখেই ফিরতে পারতাম। কিন্তু মোহনবাগান কখনও ড্র করার জন্য খেলে না। আমরা সবসময় জয়ের জন্য খেলি, আর তাতে মাঝে মাঝে পিছনে ফাঁকা থেকে যায়।”
আরও পড়ুন: LSG Players Fined: আইপিএলে আচরণবিধি ভাঙলেন ঋষভ পন্থ ও দিগ্বেশ সিংহ, কড়া শাস্তি বিসিসিআইয়ের
মাঠে থাকতে পারেন লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটাররাও
মজার কথা, আজকের ম্যাচে গ্যালারিতে দেখা যেতে পারে লখনউ সুপার জায়ান্টস-এর কিছু ক্রিকেটারকে। কারণ, লখনউ দল কলকাতায় এসেছে মঙ্গলবার কেকেআরের বিরুদ্ধে ম্যাচ খেলতে। তার আগেই সবুজ-মেরুনদের উৎসাহ দিতে মাঠে থাকতে পারেন তারা।
সবমিলিয়ে আজকের ম্যাচটা হতে চলেছে এক রোমাঞ্চকর লড়াই। ঘরের মাঠে আত্মবিশ্বাসী মোহনবাগান তাদের গর্জনে চাপে ফেলতে চায় জামশেদপুরকে। লক্ষ্য একটাই, ফাইনালে জায়গা নিশ্চিত করা।