ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম স্বীকার করেছেন (McCullum admits toss error) যে টসে ভুলের পর বার্মিংহামের এজবাস্টনে দ্বিতীয় টেস্টের বেশিরভাগ সময় তারা ভারতকে তাড়া করে পিছনে থাকতে বাধ্য হয়েছিল।
টসের সিদ্ধান্তে ভরাডুবি (McCullum admits toss error)
এজবাস্টনে ভারতের কাছে ৩৩৬ রানে বিশাল ব্যবধানে হারের পর স্বীকারোক্তি দিলেন ইংল্যান্ডের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালাম (McCullum admits toss error)। ম্যাচের পর তিনি বলেন, ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বেশিরভাগ সময়েই তারা পিছিয়ে ছিল এবং এর মূল কারণ ছিল টসের ভুল সিদ্ধান্ত।
কী বললেন তিনি?
ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা পরবর্তীতে দলের জন্য বড় ভুল প্রমাণিত হয়। ম্যাচ শেষে ম্যাককালাম বলেন, “খেলার অগ্রগতিতে আমরা টসের সিদ্ধান্ত নিয়ে ফিরে তাকালে বলতে হয়, সম্ভবত আমরা একটা সুযোগ মিস করেছি। উইকেট যেমন আচরণ করেছে, সেটা আমরা আশা করিনি। টসের সিদ্ধান্ত তাই কিছুটা ভুল ছিল। আমরা ভারতকে ২০০ রানে ৫ উইকেটে থামিয়েছিলাম, কিন্তু সেখান থেকে আর এগোতে পারিনি।”
তিনি আরও বলেন, “আপনি যখন টস জিতে ফিল্ডিং নেন, তখন আপনি আশা করেন না যে প্রতিপক্ষ ৫৮০ রান করে ফেলবে। সেখান থেকেই আমরা খেলার পিছনে পড়ে যাই।”
আরও পড়ুন: MS Dhoni Birthday: ৪৪-এ পা ধোনির! জন্মদিনে কেক, হাসি আর অগণিত ভক্তের ভালোবাসা
বুমরাহ ফিরছেন, আরও চ্যালেঞ্জের আশঙ্কা (McCullum admits toss error)
ম্যাককালাম স্বীকার করেন, সিরিজে ইংল্যান্ডের জন্য চ্যালেঞ্জ আরও বাড়বে, কারণ তৃতীয় টেস্টে দলে ফিরছেন জাসপ্রিত বুমরাহ।
তিনি বলেন, “আকাশ দীপ অসাধারণ বোলিং করেছে। তবে বুমরাহ সম্ভবত পরের ম্যাচে ফিরবে। আমাদের ভালভাবে প্রস্তুত থাকতে হবে। লর্ডসে পিচটা একেবারে ভিন্ন রকমের হবে বলে মনে করছি, আর সেটা আমাদের জন্য ভাল দিক হতে পারে।”
আরও পড়ুন: New ICC CEO Sanjog Gupta: আইসিসি-র নতুন সিইও হলেন ভারতীয় মিডিয়া ব্যক্তিত্ব সংযোগ গুপ্তা
আগামী ১০ জুলাই থেকে লন্ডনের লর্ডসে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। সেই ম্যাচে বুমরাহ ফিরছেন একাদশে। দ্বিতীয় টেস্টে তার অনুপস্থিতিতে আকাশ দীপ দুর্দান্ত পারফরম্যান্স করেন। ম্যাচে তিনি ১০টি উইকেট নেন ১৮৭ রানে, যা তার কেরিয়ারের সেরা বোলিং।
লর্ডসে কেমন উইকেট চাইবে ইংল্যান্ড?
নিজেদের পছন্দের পিচেই এত বড় ব্যবধানে হারার পর এবার লর্ডসে ইংল্যান্ড ঠিক কেমন উইকেট চাইবে, সেটাই এখন বড় প্রশ্ন। বুমরাহকে সামলানো এবং ভারতীয় বোলিং আক্রমণের বিপক্ষে ঘুরে দাঁড়ানো—এই দুই চ্যালেঞ্জই এবার ইংল্যান্ডের সামনে।