ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় বেলজিয়ামে গ্রেফতার মূল অভিযুক্ত মেহুল চোক্সী(Mehul Choksi)। সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। সেই অনুযায়ী শনিবার তাঁকে গ্রেফতার করে সে দেশের পুলিশ। শীঘ্রই ভারতে প্রত্যর্পণ করা হতে পারে চোক্সীকে ।
বেলজিয়াম থেকে গ্রেফতার মেহুল চোক্সী(Mehul Choksi)
সিবিআই(CBI)সূত্রে খবর, শনিবার বেলজিয়াম থেকে মেহুল চোক্সীকে(Mehul Choksi) গ্রেফতার করা হয়। বর্তমানে বেলজিয়ামের জেলেই রয়েছেন ৬৫ বছরের হিরে ব্যবসায়ী। ২০১৮ ও ২০২১ সালে মুম্বই আদালত চোকসিকে গ্রেফতারির জন্য যে দুটি ওয়ারেন্ট জারি করেছিল, তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে সূত্রের খবর, শীঘ্রই তিনি জামিনের আবেদন জানাবেন। শারীরিক অবস্থা এবং অন্যান্য কারণ দেখিয়ে বেলজিয়ামে জামিন চাইবেন চোক্সী।
১৩,৮৫০ কোটির প্রতারণার অভিযোগ চোক্সীর বিরুদ্ধে(Mehul Choksi)
মেহুল চোক্সী(Mehul Choksi) ও নীরব মোদী পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৮৫০ কোটি টাকার প্রতারণা করেছিলেন। মুম্বইয়ের ব্রাডি হাউস ব্রাঞ্চ থেকে ভুয়ো লেটার অব আন্ডারটেকিং ও ফরেন লেটার অব ক্রেডিট দেখিয়ে এই বিপুল অর্থ ঋণ নিয়েছিলেন। ২০১৮ সালের জানুয়ারি মাসে চোকসি ও নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে যান। এর কয়েক সপ্তাহ পরে প্রকাশ্য়ে আসে দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কের এই বিপুল আর্থিক প্রতারণা। ততক্ষণে দুজনেই নাগালের বাইরে চলে গিয়েছেন।
আরও পড়ুন: Storm in China: চিনে তীব্র ঝোড়ো হাওয়ার পূর্বাভাস, ৫০ কেজির কম ওজন হলে সাবধান!
বেলজিয়ামে গা ঢাকা দিয়েছিলেন মেহুল
গত মাসেই বেলজিয়ামের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, মেহুল চোক্সী গা ঢাকা দিয়ে রয়েছেন। তাঁর স্ত্রী প্রীতি চোক্সী বেলজিয়ামের নাগরিক। সেই সূত্র ধরেই বেলজিয়ামে নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছিলেন চোক্সী। অ্যান্টিগা-বার্বুডার নাগরিকত্ব রয়েছে মেহুল চোক্সীর কাছে। ২০২১ সালে যখন তাঁকে গ্রেফতারের চেষ্টা করা হয়েছিল, তখন তিনি উধাও হয়ে গিয়েছিলেন। পরে দ্বীপরাষ্ট্র ডমিনিকায় তাঁর হদিস মেলে।
চোক্সীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু নয়াদিল্লির
দীর্ঘ দিন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন চোক্সী। সেখানকার নাগরিকত্বও রয়েছে তাঁর। চোক্সীর আবেদনে সাড়া দিয়ে ২০২৩ সালে অ্যান্টিগা ও বারবুডায় বিচারবিভাগ জানিয়েছিল, তাঁকে ওই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ফলে সেখানে থাকাকালীন তাঁকে ভারতে ফেরানো এবং বিচারের আওতায় আনা সম্ভব ছিল না। অ্যান্টিগা ও বারবুডা থেকে পরে বেলজিয়ামে চলে যান চোক্সী। সেখান থেকে তাঁকে ফেরানো সম্ভব বলে মনে করা হচ্ছে। সেই চেষ্টাই শুরু করেছে ভারতের সংস্থাগুলি। গত মাসেই জানা গিয়েছিল, চোক্সীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সঙ্গে সে বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন: Donald Trump Health: “আমি খুব ভালো আছি”! প্রেসিডেন্ট হিসেবে প্রথম স্বাস্থ্যপরীক্ষা ট্রাম্পের
সিবিআই ও ইডির ওয়ান্টেড লিস্টে ছিলেন মেহুল চোক্সী
সিবিআই(CBI) ও ইডি(ED)- দুই তদন্তকারী সংস্থার ওয়ান্টেড লিস্টে ছিলেন মেহুল চোক্সী। তার বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ১৩ হাজার ৮৫০ কোটি টাকার ঋণ দুর্নীতির অভিযোগ। এই প্রতারণায় তাঁর ভাইপো নীরব মোদীও অভিযুক্ত। বর্তমানে লন্ডনে রয়েছেন নীরব। তাঁকেও ভারতে প্রত্যর্পণের জন্য আবেদন করেছে সরকার।