ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মানসিক ভারসাম্যহীন এক তরুণীকে ধর্ষণের অভিযোগে (Bhangar Incident) উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকা। ফাঁকা বাড়িতে একা পেয়ে ওই যুবতীর উপর অত্যাচার চালায় তাঁরই এক আত্মীয়। অভিযোগ পেয়েই দ্রুত তদন্তে নেমেছিল পুলিশ। দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় বলে খবর। বাড়িতে সেসময় তাঁর মা ছিলেন না। নির্জনতার সুযোগে ২৭ বছর বয়সি তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে ওই আত্মীয়ের বিরুদ্ধে। ইতিমধ্যেই গ্রেপ্তার অভিযুক্ত আত্মীয়।
অভিযুক্ত যুবক পরিবারের আত্মীয় (Bhangar Incident)
পুলিশ সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে ভাঙড়ের (Bhangar Incident) কুলবেড়িয়া এলাকায়। গতকাল ৪০ বছর বয়সি এক মহিলা পুলিশের কাছে অভিযোগ জানান, তাঁর ২৭ বছর বয়সি মানসিক ভারসাম্যহীন মেয়েকে ধর্ষণ করেছে দূরসম্পর্কের আত্মীয় মনিরুল মোল্লা। নির্যাতিতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর সাতাশের ওই তরুণী তাঁর মায়ের সঙ্গে থাকেন। রবিবার তাঁর মা বাড়িতে ছিলেন না। সেই সময় অভিযুক্ত যুবক ওই বাড়িতে যান। সম্পর্কে তিনি ওই পরিবারের আত্মীয়। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। কাউকে কিছু জানালে আরও বিপদ হবে, সেই ভয়ও দেখানো হয়েছিল তরুণীকে।
তরুণীকে মেরে ফেলার হুমকি (Bhangar Incident)
তিনি জানান, গতকাল মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে ইদের কেনাকাটা করতে বাজারে গিয়েছিলেন। কিছুক্ষণ পর জামাইয়ের থেকে জানতে পারেন, তরুণীকে ধর্ষণ করে পালিয়ে গেছে মনিরুল (Bhangar Incident)। বাড়ি ফিরে মেয়েকে কান্নাকাটি করতে দেখেন। জানা গেছে, ধর্ষণের পর তরুণীকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল সে। তরুণীর মা বাড়িতে ফিরে দেখেন, মেয়ের পোশাক অবিন্যস্ত। এতে সন্দেহ হয় তাঁর। মাকে দেখে কান্নাকাটি শুরু করেন নির্যাতিতা।
আরও পড়ুন: Asansol: নাবালিকাকে যৌন হেনস্থা, দা-কুড়ুল নিয়ে থানা ঘেরাও আদিবাসী মহিলাদের
একঘণ্টার মধ্যেই অভিযুক্ত গ্রেপ্তার
পরে তাঁর সঙ্গে হওয়া ঘটনার কথা মাকে বলেন তিনি। প্রতিবেশীরাও ঘটনার কথা জানতে পারেন। অভিযুক্ত যুবকের এলাকারই বাসিন্দা হওয়ায় তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়। এরপর থানায় লিখিত অভিযোগ জানান নির্যাতিতার মা। তাঁর খোঁজ শুরু হলেও তাঁকে প্রথমে পাওয়া যায়নি। ঘটনার গুরুত্ব বুঝে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। বিভিন্ন জায়গায় খোঁজখবর শুরু হয়। জানা যায়, নিউটাউনে গা ঢাকা দিয়ে রয়েছেন অভিযুক্ত। অভিযোগ জানানোর একঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার ধৃতকে বারুইপুর আদালতে তোলা হয়। নির্যাতিতার শারীরিক পরীক্ষাও হবে বলে খবর।