Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরু থেকেই কলকাতা (Metro Service Disrupted) মেট্রোযাত্রীরা ভুগছেন চরম দুর্ভোগে। সোমবারের মতোই মঙ্গলবারেও দেখা দিল নতুন সমস্যা। এইবার ঘটনাস্থল টালিগঞ্জ মেট্রো স্টেশন। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ব্লু লাইনে রেক ক্রসিংয়ের জটিলতায় অনেক ট্রেনই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে পারেনি। যাত্রাপথে বাধা হয়ে দাঁড়িয়েছে সিগন্যাল সমস্যা, রেক ঘোরাতে না পারা। যার ফল ভোগ করতে হচ্ছে অফিসপাড়া-গামী হাজার হাজার যাত্রীকে।
প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত (Metro Service Disrupted)
সকাল থেকেই টালিগঞ্জে দেখা দেয় প্রযুক্তিগত সমস্যার ইঙ্গিত (Metro Service Disrupted)। ফলে বহু মেট্রো টালিগঞ্জ স্টেশন থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে দমদম বা দক্ষিণেশ্বরের দিকে। শহিদ ক্ষুদিরাম পর্যন্ত যাতায়াত বন্ধ থাকায় সেই রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। কাজের দিনে এমন দুর্ভোগ একদিকে যেমন যাত্রীদের মানসিক চাপ বাড়িয়েছে, তেমনি পেশাগত জায়গাতেও তৈরি করেছে জট।
একই ধরনের সমস্যা বারবার (Metro Service Disrupted)
সোমবারও দেখা গিয়েছিল একই ধরনের সমস্যা (Metro Service Disrupted)। ব্লু লাইনের শহিদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মাঝামাঝি একাধিক মেট্রো দাঁড়িয়ে ছিল সিগন্যাল জটের কারণে। অন্যদিকে চলমান মেট্রোগুলিও অত্যন্ত ধীর গতিতে চলছিল, যার ফলে অনেক স্টেশনে একসঙ্গে আটকে ছিল একাধিক ট্রেন। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, তবে যাত্রীরা কোনও স্বস্তি পাননি।
পুরোনো লাইনে সমস্যা
এদিকে টালিগঞ্জ থেকে দক্ষিণের যাত্রীদের অভিযোগ, নতুন নতুন রুট উদ্বোধন হলেও পুরোনো লাইনে সমস্যা বাড়ছে। এমন সময়ে যখন অফিস টাইমে মেট্রোই ভরসা, তখন ট্রেন বন্ধ থাকলে বা মাঝপথে আটকে পড়লে গন্তব্যে পৌঁছনো একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়।
মেট্রো ব্যবস্থায় নতুন প্রাণ!
মজার কথা, কিছুদিন আগেই হাওড়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্প্রসারিত রুট চালু হয়েছে। উদ্বোধনের প্রথম দিনেই ব্যাপক যাত্রী ভিড়, তার সঙ্গে রেকর্ড আয়-সব মিলিয়ে যেন মেট্রো ব্যবস্থায় নতুন প্রাণ ফিরে এসেছিল। সেই আবহেই একের পর এক পুরোনো রুটে বিভ্রাট যাত্রীদের হতাশ করেছে।
আরও পড়ুন: Shweta Bhattacharya: ছোট পোশাকে আপত্তি, তুমুল বিতর্কের মুখে বিরক্ত শ্বেতা!
বিশেষ করে যাঁরা নিয়মিত শহিদ ক্ষুদিরাম, কবি সুভাষ, টালিগঞ্জ কিংবা মহানায়ক উত্তম কুমার রুটে যাতায়াত করেন, তাঁদের মত, কর্তৃপক্ষ যদি নিয়মিত রক্ষণাবেক্ষণ না করে, তবে যাত্রীরা এমন দুর্ভোগ থেকে কখনই মুক্তি পাবেন না। নতুন রুট নিয়ে যতই উচ্ছ্বাস থাকুক, কলকাতা মেট্রোর পুরোনো লাইনে এই টানা সমস্যা কিন্তু পরিষ্কার বার্তা দিচ্ছে মরচে পড়ছে পরিকাঠামোযর। সময় থাকতেই সচেতন না হলে, যাত্রী ভোগান্তি আরও বাড়বে বলেই আশঙ্কা।