ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ কলকাতার যাত্রীদের জন্য স্বস্তির খবর। ১৪ জুলাই, সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে মেট্রো রেলের পার্পেল লাইনে পরিষেবা (Metro Services) আরও বাড়ানো হয়েছে। যাত্রীদের বাড়তে থাকা চাহিদার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত মেট্রো কর্তৃপক্ষের।
নতুন সময়সূচি অনুযায়ী, এখন থেকে প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই রুটে চলবে মোট ৭২টি মেট্রো (৩৬ আপ ও ৩৬ ডাউন)। আগে পরিষেবার সংখ্যা ছিল ৬২টি (৩১ আপ ও ৩১ ডাউন)। পাশাপাশি, মেট্রোর ফ্রিকোয়েন্সিও কমানো হয়েছে—আগে যেখানে প্রতি ২৪ মিনিট অন্তর ট্রেন চলছিল, এখন তা কমে হয়েছে ২১ মিনিটে।
আরও পড়ুন: IIM Joka: ফের শিক্ষা প্রতিষ্ঠানে তরুণীকে যৌন নিগ্রহ, কসবা আইন কলেজের পর এবার আইআইএম জোকা
পরিষেবা সময়েও মিলল স্বস্তি (Metro Services)
আগে যেখানে মেট্রো পরিষেবা থাকত সকাল ৭:৫৭ থেকে রাত ৮:১৭ পর্যন্ত, এখন তা বাড়িয়ে রাত ৮:৩২ পর্যন্ত করা হয়েছে। ফলে অফিসযাত্রী এবং সন্ধ্যার পরে যাতায়াতকারী যাত্রীদের সুবিধা আরও বাড়বে বলেই মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। তবে আগের মতোই শনিবার ও রবিবার এই রুটে মেট্রো পরিষেবা থাকবে না।

জোকা-মাঝেরহাট রুটে পরিষেবা সচল (Metro Services)
এই মুহূর্তে জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত চালু রয়েছে পার্পেল লাইনের পরিষেবা (Metro Services)। জোকা-এসপ্ল্যানেড প্রকল্পের বাকি অংশেও কাজ এগিয়ে চলছে। মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত বাকি স্টেশনগুলিতে কাজ দ্রুত গতিতে চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
TBM দুর্গা ও দিব্যা নামল ময়দানে (Metro Services)
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পার্পেল লাইনের খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত অংশে টানেল খননের কাজ। ‘দুর্গা’ ও ‘দিব্যা’ নামে দুটি টানেল বোরিং মেশিন (TBM) এই কাজে নিযুক্ত হয়েছে। মেট্রো সূত্রে খবর, দ্রুত এই রুট চালু করার লক্ষ্যে চলছে জোরকদমে নির্মাণ।
আরও পড়ুন: Joka-Esplanade Metro: জোকা-এসপ্ল্যানেড রুটে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু, খিদিরপুরে নামল টিবিএম
এই রুটে পরিষেবা বৃদ্ধির ফলে যাত্রীরা আরও বেশি স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারবেন বলে আশা করছে মেট্রো কর্তৃপক্ষ। প্রতিদিনের ভিড় সামলাতেও সুবিধা হবে বলে মত যাত্রীদের।