ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মধ্য আকাশে সংঘর্ষ। মুহূর্তের মধ্যে দুটি ছোট বিমান ভেঙে পড়ল রানওয়ের পাশে। আর তার জেরেই অকালে থেমে গেল কেরলের ২১ বছরের এক যুবকের স্বপ্নপথ(Mid Air Crash In Canada)। কানাডায় পাইলট প্রশিক্ষণের মাঝপথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শ্রীহরি সুকেশ। দুর্ঘটনায় তাঁর সঙ্গে নিহত হয়েছেন আরও এক প্রশিক্ষক পাইলট, যিনি কানাডার নাগরিক।
মঙ্গলবার সকালে কানাডার সাদার্ন মানিটোবায় স্টেইনবাখ সাউথ বিমানবন্দরের ৪০০ মিটার দূরে ঘটেছে এই দুর্ঘটনা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, দু’টি ছোট বিমানের মধ্যে মাঝ-আকাশে সংঘর্ষ ঘটে। দুটি বিমানই ছিল এক ইঞ্জিনের প্রশিক্ষণযান। উড়ান ও অবতরণের মহড়ার সময় পরস্পরের খুব কাছাকাছি চলে আসে বিমান দুটি। চোখের পলকে সংঘর্ষ। মৃত্যু হয় দুই পাইলটেরই।
প্রবাসে পাইলট হওয়ার স্বপ্ন (Mid Air Crash In Canada)
কেরলের পালক্কাড জেলার বাসিন্দা শ্রীহরি সুকেশ কিছুদিন আগেই ব্যক্তিগত বিমান চালনার লাইসেন্স পেয়েছিলেন(Mid Air Crash In Canada)। এখন তিনি বাণিজ্যিক পাইলট হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নিয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন মানিটোবার হ্যারভে পাইলট ট্রেনিং স্কুলে। একা পাইলট হিসেবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য ওই দিন সকালে নিয়মমাফিক ট্রেনিং ফ্লাইটে অংশ নিয়েছিলেন তিনি।
কানাডার সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউজ’ ও ‘সিবিসি’-র খবরে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় দুই পাইলট একসঙ্গে ল্যান্ডিংয়ের অনুশীলন করছিলেন। প্রত্যেক বিমানেই ছিল রেডিয়ো যোগাযোগের ব্যবস্থা। তবে মনে করা হচ্ছে, দু’জনই একে অপরকে মাঝ-আকাশে দেখতে পাননি। সেই ভুল বোঝাবুঝির জেরেই ঘটে দুর্ঘটনা।
ভারতীয় কনসুলেটের শোকবার্তা (Mid Air Crash In Canada)
টরন্টোয় ভারতীয় কনসুলেট জেনারেল এক্স (প্রাক্তন টুইটার)-এ একটি বিবৃতি জারি করে শ্রীহরির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে(Mid Air Crash In Canada)। কনসুলেট জানিয়েছে, “শ্রীহরি সুকেশের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও প্রিয়জনদের প্রতি রইল আমাদের আন্তরিক সমবেদনা। আমরা পরিবারকে প্রয়োজনীয় সবরকম সহায়তা করছি।”

আরও পড়ুন: Donald Trump : আবার হুমকির মুখে ট্রাম্প! ইরানি নেতার প্রাক্তন উপদেষ্টার ড্রোন হামলার হুঁশিয়ারি
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিক্রিয়া (Mid Air Crash In Canada)
হ্যারভে পাইলট প্রশিক্ষণ কেন্দ্রের সভাপতি অ্যাডাম পেনার বলেন, “এটি এক দুর্ভাগ্যজনক ও মর্মান্তিক ঘটনা। প্রশিক্ষণের সময় এই ধরনের দুর্ঘটনা বিরল হলেও আমরা পুরোদমে তদন্তে সহযোগিতা করছি(Mid Air Crash In Canada)।” তিনি জানান, বিমানদুটি দুর্ঘটনার সময় স্বাভাবিক গতিতে অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই সংঘর্ষ ঘটে যায়।

তদন্ত শুরু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Mid Air Crash In Canada)
দুর্ঘটনার পরপরই কানাডার পরিবহণ নিরাপত্তা দফতর (Transport Safety Board of Canada) একটি বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে(Mid Air Crash In Canada)। প্রযুক্তিগত ত্রুটি, পাইলটের ভুল, যোগাযোগ বিভ্রাট— সব দিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। বিদেশে পাখির মতো ডানা মেলে আকাশে ওড়ার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন শ্রীহরি। সেই স্বপ্নপথেই এল দুর্ঘটনার ছায়া। তাঁর আকস্মিক মৃত্যু শুধু পরিবারের নয়, গোটা ছাত্র সমাজের কাছে এক অজস্র সম্ভাবনার অপূরণীয় ক্ষতি। কানাডায় প্রশিক্ষণরত অসংখ্য ভারতীয় পাইলটের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠছে এই ঘটনার পর।