ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: মালদহের হরিশ্চন্দ্রপুরের এক দল শ্রমিক হেনস্থার (Migrant Workers Harassed) শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই আবহে শনিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন রাজ্যসভার সাংসদ তথা ‘পশ্চিমবঙ্গ মাইগ্র্যান্ট ওয়েলফেয়ার বোর্ডের’ চেয়ারম্যান সামিরুল ইসলাম।
শ্রমিকদের আটক করে নির্যাতন (Migrant Workers Harassed)
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ভিন্ রাজ্যে হয়রানি করা নিয়ে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন রাজ্যসভার সাংসদ সামিরুল (Migrant Workers Harassed)। তিনি লিখেছেন, ‘গুজরাত, মহারাষ্ট্র, দিল্লি, ওড়িশায় বাংলাভাষী এ রাজ্যের শ্রমিকদের আটক করে নির্যাতন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী যেন সংশ্লিষ্ট রাজ্য সরকারকে এ নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। যাতে বাংলাভাষী শ্রমিকদেরঅযথা বাংলাদেশি সন্দেহে হয়রানি করা না হয়।’
বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায় (Migrant Workers Harassed)
প্রশাসন ও শ্রমিকদের পরিবার সূত্রে জানা গিয়েছে, হরিশ্চন্দ্রপুরের কুশিদার বোহর এলাকার ৪০ জন শ্রমিক রাজস্থানের জয়পুরে রয়েছেন (Migrant Workers Harassed)। কেউ সাফাইয়ের কাজ করেন, কেউ ফেরি করেন। শুক্রবার তাঁদেরই ১৪ জনকে পুলিশ বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। সারা দিন থানায় বসিয়ে রাখা হয়। পরে সকলে বৈধ নথি দেখালে ছেড়ে দেওয়া হয়। কিন্তু অভিযোগ, তাঁদের রাজস্থান ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে।
পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে
ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের একাধিক অভিযোগ সামনে আসছে। তা অবিলম্বে রুখে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সুর আরও চড়াল এ রাজ্যের শাসকদল তৃণমূল। শুক্রবার এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। আর শনিবার অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। তিন পাতার চিঠি তাঁর অভিযোগ, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্যাতন চলছে। তাঁদের উপার্জনের অর্থ থেকে শুরু করে আধার কার্ড-সহ অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। এসব রুখতে দ্রুত যথাযথ পদক্ষেপ নিক কেন্দ্র।
পরিকল্পিত হামলা বলে অভিযোগ
২০১৪ সালের পর থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এটা পরিকল্পিত হামলা বলে অভিযোগ তাঁর। বিশেষ করে গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন আতঙ্কে কাটাচ্ছেন। করোনা কালে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়েছিল তাঁদের। সুবিধা-অসুবিধায় রাজ্য সরকারই সবচেয়ে সংবেদনশীল। তাই সামিরুল ইসলামের দাবি এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর এমন অত্যাচার অবিলম্বে বন্ধ হওয়া দরকার।