ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রকাশ্যে এল ‘রক্তবীজ ২’ ছবিতে মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) লুক। আগে পঙ্কজ সিংহের লুকে আবিরকে (Abir Chatterjee) দেখে দর্শক মহা খুশি হয়েছিল। পঙ্কজের সাথে সংযুক্তার লুক দেখার অপেক্ষায় ছিল দর্শক। এবার ‘রক্তবীজ ২’ এ সংযুক্তার লুকে মিমিকে দেখা গেল। সহজ কথায় অনুরাগীরা বলছেন, পুজোর সময় অসুর দমনের দেবী রূপে তাঁকে দেখা যাবে। আবির ও মিমির রূপ প্রকাশ্যে এনে নন্দিতা শিবপ্রসাদ একপ্রকার সাড়া ফেলে দিয়েছেন দর্শকদের মধ্যে।
প্রকাশ্যে লুক (Mimi Chakraborty)
‘রক্তবীজ ২’ (Raktabeej ২) ছবির প্রকাশ্য লুকে মিমিকে (Mimi Chakraborty) দেখা গেল খাকি উর্দি পরা, হাতে বন্দুক, সাথে তাঁর দৃঢ় চাহনি। যা দর্শকের কাছে এক অন্য বার্তা আনছে। অর্থাৎ বলা যেতে পারে, পুজোর সময় অসুর দমনের দেবী রূপে দেখা যাবে তাঁকে। দাপুটে পুলিশ অফিসার সংযুক্তা মিত্রর চরিত্রে ধরা দেবেন তিনি। ইতিমধ্যে ‘রক্তবীজ ২’ এর সংযুক্তা মিত্রর ছোট্ট ঝলকে তা স্পষ্ট।
কাছের মানুষ (Mimi Chakraborty)
২০১৭ সালে উইন্ডোজ প্রযোজনা সংস্থার সাথে হাত মিলিয়ে ‘পোস্ত’ সিনেমাতে মিমিকে (Mimi Chakraborty) দেখা গিয়েছিল। তারপর ২০২৩ এল ‘রক্তবীজ’ (Raktabeej)। এবার ধরা দিলেন ‘রক্তবীজ ২’ (Raktabeej ২) এ। আবার উইন্ডোজের প্রযোজিত ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ও (Bhanupriya Bhooter Hotel) তাঁকে দেখা যাবে। ভূতের হোটেলে তাঁকে মুখ্য চরিত্র দেখা যাবে। সে খবরও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। অর্থাৎ উইন্ডোজের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।
আরও পড়ুন: Arijit Singh: বড় মাইলস্টোন, সবাইকে পিছনে ফেললেন অরিজিৎ সিং!
মন জয় করবে
নন্দিতা ও শিবপ্রসাদের এই ছবি যে দর্শকের মন কাড়বে না, তা বলার অপেক্ষা রাখে না। জানা গিয়েছে ,থাইল্যান্ডেও এই ছবির গানের শুটিং হয়েছে। ছবিতে মিমি চক্রবর্তী ও আবির চ্যাটার্জী ছাড়াও রয়েছেন অঙ্কুশ, কৌশানি, নুসরাত, কাঞ্চন, ভিক্টর ব্যানার্জি ও অনুসূয়া মজুমদার। অর্থাৎ বলা যায়, একাধিক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা ‘রক্তবীজ ২’ ছবিতে দেখা যাবে। জানা গিয়েছে, নুসরতকে আইটেম গানে দেখতে পাওয়া যাবে।
দুর্ধর্ষ অভিনয় করতে দেখা যাবে অঙ্কুশকে। অঙ্কুশের বিপরীতে থাকবে কৌশানি। আর রক্তবীজ ২ ছবিতে অঙ্কুশের ভূমিকা থাকবে খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ ছবিতে থাকছে একের পর এক চমক। যা ছবির প্রতিটি দৃশ্যগুলোকে আরও কৌতুহল তৈরি করে দেবে দর্শকদের মনে। তার ওপর নন্দিতা শিবপ্রসাদের ‘রক্তবীজ ২’ এক একটা লুক যেভাবে প্রকাশ্যে আনছেন। তা দেখেই বোঝা যাচ্ছে, বক্স অফিসে ‘রক্তবীজ ২’ কতটা প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: Diljit Dosanjh: পাক নায়িকাকে নিয়ে কাজ, নিষেধাজ্ঞা উঠল দিলজিতের উপর থেকে!
ছবির গল্প
মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) পুলিশ অফিসারের দাপুটে মেজাজ কিছুটা হলেও আভাস পাওয়া গিয়েছে, রক্তবীজ ২ ছবির প্রকাশ্য লুকে। তবে গল্পের আসল কাহিনী জানার জন্য অবশ্যই ছবিটি দেখতে হবে। রথের দিন আবিরের লুক, আবার উল্টো রথে মিমির রূপ দেখে ছবি মুক্তির অপেক্ষায় দর্শক। আর কেনই বা হবে না, দুই বিশেষ দিনেই যদি ‘রক্তবীজ ২’ ছবির এমন দুটো লুক প্রকাশ্যে আসে, স্বভাবতই তা নিয়ে কৌতূহলের ভিড় তো বাড়বেই দর্শকদের মনে। ‘রক্তবীজ’ ছবিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছিল। তবে ‘রক্তবীজ ২’ এ কোন কাহিনী দর্শকের সামনে আনতে চলেছেন নন্দিতা শিবপ্রসাদ, তা এখনও প্রকাশ্যে আসেনি।