ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: পার্টি কংগ্রেস পরিচালনার জন্য যে প্রেসিডিয়াম (Minakshi Mukherjee) গঠিত হয়েছে তাতে স্থান পেয়েছেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক যুব নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। সাধারণত এই প্রেসিডিয়ামে তাঁরাই জায়গা পান, যাঁদের দল আগামী দিনে নেতৃত্বের উপরের সারিতে তুলে আনতে চায়। তবে কি আগামীতে পার্টির দায়িত্ব যাচ্ছে মিনাক্ষীর হাতেই? তাই নিয়ে শুরু হয়েছে আলোচনা।
নেতৃত্বে তুলে আনতে চাইছে দল? (Minakshi Mukherjee)
মানুষের ধারণা, মিনাক্ষীকে পার্টি কংগ্রেসের প্রেসিডিয়ামে জায়গা দেওয়ার অর্থ আগামী দিনে তাঁকে নেতৃত্বে তুলে আনতে চাইছে দল। এমনিতেও এবারের পার্টি কংগ্রেসের পর মীনাক্ষীর কেন্দ্রীয় কমিটিতে ঢুকে পড়া নিয়ে জল্পনা ছিল। সেই জল্পনাই আরও পোক্ত হল। যদিও এর পরও মিনাক্ষীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করা হবেই, এখনই তা বলে দেওয়া যায় না। তবে বঙ্গ সিপিএমের একটা বড় অংশ মীনাক্ষীকে কেন্দ্রীয় কমিটির সদস্য করতে চান, সেটা স্পষ্ট। সার্বিকভাবেই সিপিএম দলে তারুণ্য বাড়াতে চাইছে। দলের রাজনৈতিক খসড়া প্রতিবেদন এবং পর্যালোচনা রিপোর্টে বলা হয়েছে, দলে এখনই তরুণদের অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে না-পারলে দল ক্রমশ বৃদ্ধাশ্রমে পরিণত হবে।
কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া প্রায় পাকা? (Minakshi Mukherjee)
বুধবার থেকে শুরু হয়েছে সিপিএমের পার্টি কংগ্রেস। বাংলার প্রতিনিধিরা মাদুরাইয়ে সিপিএমের পার্টি কংগ্রেসে পৌঁছেছেন। প্রথম দিনেই চমক হল তাঁকে ঘিরে। তিনি বঙ্গ সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। পার্টি কংগ্রেস পরিচালনা করছে যে সভাপতিমণ্ডলী, তার অন্যতম সদস্য করা হয়েছে মিনাক্ষীকে। যার আহ্বায়ক করা হয়েছে বিদায়ী পলিটব্যুরোর সদস্য তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে। সেই সূত্রেই অনেকে মনে করছেন, মিনাক্ষীর কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়া প্রায় পাকা হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Ram Navami 2025: দাঙ্গা পাকাতে এলেই ট্রিটমেন্ট, রামনবমীতে SFI-র হুঁশিয়ারি!
‘ক্রমশ বৃদ্ধাশ্রমে পরিণত হবে’
মাদুরাই শহর মিনাক্ষী মন্দিরের জন্য বিখ্যাত। মঙ্গলবার বঙ্গ সিপিএমের প্রতিনিধিরা সম্মেলন স্থলে পৌঁছোনোর পর তামিলনাড়ুর এক নেতা বাংলার এক নেতাকে বলেছিলেন, ‘‘আমাদের মাদুরাইকে লোকে চেনে মীনাক্ষী মন্দিরের শহর হিসাবে। আর আপনাদের রাজ্যের পার্টিও এখন মিনাক্ষীময়।’’ দলীয় সূত্রে খবর, দলে তরুণ এবং মহিলাদের অন্তর্ভুক্তির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কারাট। সিপিএম সূত্রে এ-ও খবর, কারাট বলেছেন, দলে এখনই তরুণদের অন্তর্ভুক্তি বৃদ্ধি করতে না-পারলে দল ক্রমশ বৃদ্ধাশ্রমে পরিণত হবে। যে যে রাজ্যে সিপিএমের সাংগঠনিক জোর রয়েছে, সেখানে তরুণ এবং মহিলাদের হার উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন কারাট।