ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ফের ধর্ষণের ঘটনা রাজ্যে। এবার ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ (Minor Girl Physical Assault)। অভিযোগ, প্রতিবেশী অ্যাম্বুলেন্স চালকের বিরুদ্ধে। অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক রঘু সরকার ১৩ নম্বর ওয়ার্ডের হাসপাতাল কোয়াটার এলাকার বাসিন্দা। ঘটনাটি নদিয়ার কল্যাণী (Kalyani) পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের।
টাকা দিয়ে মুখ বন্ধের চেষ্টা (Minor Girl Physical Assault)
জানা গিয়েছে, নাবালিকার সঙ্গে অশালীন আচরণের (Minor Girl Physical Assault) পর টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। শুধু তাই নয় থানায় যেতে গেলেও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। যদিও শেষ পর্যন্ত ভয় কাটিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
থানায় গেলে হুমকির অভিযোগ পরিবারের (Minor Girl Physical Assault)
পরিবারের অভিযোগ, শুক্রবার রাতে বাড়ির পাশেই ওই নাবালিকাকে ধর্ষণের (Minor Girl Physical Assault) চেষ্টা করে ওই অ্যাম্বুলেন্স চালক। শেষ মুখ বন্ধ রাখার জন্য ওই ব্যক্তি নাবালিকাকে কিছু টাকাও দেয়। যদি পরিবারের লোকজনকে ঘটনার কথা বলে তাহলে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয় বলেই অভিযোগ। যদিও বাড়ি ফিরেই পরিবারের লোকজনকে সবটা খুলে বলে নির্যাতিতা। রাতেই অভিযুক্তের বিরুদ্ধে কল্যাণী (Kalyani) থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পেতেই মাঠে নামে পুলিশ।
ক্ষুব্ধ প্রতিবেশীরা (Minor Girl Physical Assault)
খবর চাউর হতেই ক্ষোভে ফুঁসতে থাকেন প্রতিবেশীরা। পরিবারের লোকজনের পাশাপাশি বেশ কিছু প্রতিবেশী থানাতেও আসেন। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিও তোলেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানউতোর।
আরও পড়ুন: Weather Update: ঘূর্ণিঝড় ‘ফেঙ্গল’ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিল মৌসম
যদিও অভিযুক্তের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে অভিযুক্ত বলেন, তিনি কোনও টাকা দেননি। এমনকী ধর্ষণের চেষ্টা, শ্লীলতাহানি করার যে অভিযোগ উঠেছে সেটিও মিথ্যে।
তৎপর পুলিশ
পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার সঙ্গে অভব্য আচরণ করে অভিযুক্ত রঘু। পরিবারের সদস্যরা থানায় অভিযোগ জানানোর পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গোটা বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ। এদিন ধৃতকে কল্যাণী মহকুমার আদালতে পেশ করছে পুলিশ।