Bangladesh News: হাসিনা দেশ ছাড়ার পরেও পদ্মাপারে অব্যাহত নৈরাজ্য

বাঙালিকে 'আর দাবায়ে রাখতে পারবা না' বলে হুংকার দিয়েছেলেন শেখ মুজিবর রহমান। এবার ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখতে গিয়েই গদি-দেশ ছাড়তে হল বঙ্গবন্ধু কন্যাকে। পড়ুন বিস্তারিত...

Bangladesh News: হাসিনা দেশ ছাড়ার পরেও পদ্মাপারে অব্যাহত নৈরাজ্য
অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের ।।

ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: হাসিনা দেশছাড়ার ৪৮ ঘণ্টা পরও নেই কোনও উন্নতি। হামলা-জনরোষে এখনও অগ্নিগর্ভ বাংলাদেশ। প্রায় ১৭ বছর পর সেনার নিয়ন্ত্রণে পদ্মাপাড়। সাড়ে ১৫ বছর বাংলাদেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হল একনায়ক হিসেবে। আন্দোলনের চাপে সোমবারই দেশ ছেড়েছেন শেখ হাসিনা। আপাতত নিজের বোনকে সঙ্গে নিয়ে ভারতেই রয়েছেন বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী। সরকার পতনের বাংলাদেশে থানা থেকে কারাগার সর্বত্র চলছে হামলা। যা ওপার বাংলার পাশাপাশি আতঙ্ক বাড়াচ্ছে এপার বাংলারও।    

বাঙালিকে 'আর দাবায়ে রাখতে পারবা না' বলে হুংকার দিয়েছেলেন শেখ মুজিবর রহমান। এবার ছাত্রদের আন্দোলনকে দাবিয়ে রাখতে গিয়েই গদি-দেশ ছাড়তে হল বঙ্গবন্ধু কন্যাকে। আন্দোলনের চাপে সোমবারই নিজের বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। যদিও হাসিনা দেশ ছাড়লেও থামছে না মৃত্যুমিছিল। মুজিব-কন্যার হেলিকপ্টার দেশ ছাড়ার পরমূহুর্তে তাঁর বাসভবন গণভবনের দখল নেয় উন্মত্ত জনতা। চলে তাণ্ডব, লুটরাজ। বৈদ্যুতিন যন্ত্র থেকে রাজহাঁস, হাসিনার নামিদামি শাড়ি থেকে আসবাব, যে যা পারলেন কোলে কাঁখে নিয়ে হাঁটা লাগালেন।

গত সোমবার থেকেই আন্দোলনের ঝাঁঝ বাড়তে থাকে। যে মুজিবের হাত ধরে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, তাঁর মূর্তি ভাঙার মধ্যে দিয়ে একটি বৃত্ত যেন সম্পূর্ণ হল সে দেশের। নতুন স্বাধীনতার উল্লাসে মেতে ওঠেন সে দেশের হামলাকারী আন্দোলনকারীরা। সোমবার সন্ধের পরও থামেনি অস্থিরতা। উল্টে রাতভর হামলা চলে গোটা দেশজুড়ে। গণভবনে তাণ্ডবের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন এলাকাকে রীতিমতো জ্বলতে দেখা গিয়েছে। শুধু সোমবার সকাল থেকে রাত পর্যন্ত হামলায় মৃত্যু হয়েছে অন্তত ১০৯ জনের! 

আরও পড়ুন: https://tribetv.in/Indian-Wrestler-Vinesh-Phogat-disqualified-from-Paris-Olympics-final-due-to-overweight

বিশেষ করে হামলার শিকার হয়েছেন হাসিনার দল আওয়ামী লীগের নেতা-মন্ত্রী-পদাধিকারীরা। কাউকে পিটিয়ে মারা হয়েছে। কারও বাড়ির দরজা বন্ধ করে অগ্নিসংযোগ করেছেন হামলাকারীরা। আওয়ামী লীগের এক সাংসদের বিলাসবহুল বহুতল হোটেলেও আগুন লাগিয়ে দেওয়া হয়। তাতে মঙ্গলবার সকাল পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২১ জনের। চট্টগ্রামের ৬টি থানা সহ মোট ১৩টি থানা ও দুটি কারাগারে হামলা চালানো হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন: https://tribetv.in/know-the-full-updated-history-of-sheikh-Hasina-ups-and-downs-in-Bangladesh-politics

এনায়েতপুরে আক্রান্ত হয়েছেন ১৪ জন পুলিশ কর্মী। লাগাতার আক্রমণের জেরে পুলিশ শূন্য হয়ে পড়েছে একাধিক থানা। একাধিক বন্দিকে মুক্ত করে দিয়েছেন আন্দোলনকারীরা। তার মধ্যে কয়েকজন জঙ্গিও ছিল বলেও জানা গিয়েছে। আর তাতেই বাড়ছে আতঙ্ক। সতর্ক করা হয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনীকে। মঙ্গলবার খানিকটা শান্ত হওয়ার পথে বাংলাদেশ। সকাল ৬ টায় প্রত্যাহার করা হয়েছে কারফিউ। খুলেছে স্কুল-কলেজ। তবে এখনই চালু হচ্ছে না পঠন-পাঠন। গণ আন্দোলনের অভিঘাতে দ্রুত বদলে যাচ্ছে ঢাকা সহ গোটা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। আর এই সব মিলিয়েই হাতুড়ির আঘাত নিয়ে নিজের হাতে বানানো সোনার বাংলায় নৈরাজ্যের সাক্ষী রইল জাতির পিতার মৃত্যুঞ্জয় মূর্তি।