ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ‘মির্জা’র (Mirza) পর আসছে এবার ‘মির্জা ২’ (Mirza 2)। অঙ্কুশের অনুরাগীদের জন্য একটা বড় খবর । মির্জার পর থেকেই দর্শকরা ‘মির্জা ২’র জন্য অপেক্ষা করছিলেন। অনেকেই প্রশ্ন তুলেছিলেন যে, কবে বড় পর্দায় আসবে’ মির্জা ২ ‘ ? কবেই বা আবার ধামাকাদার পারফরম্যান্সে দেখা যাবে অঙ্কুশকে (Ankush Hazra) ? মির্জা ছিল অঙ্কুশের প্রথম প্রযোজনার ছবি। সে ক্ষেত্রে মির্জা ২ নিয়ে টলিউড সুপারস্টার অঙ্কুশ নিজেও বেশ আশাবাদী। এর আগেও আমাদের ট্রাইব টিভির সাক্ষাৎকারে এ বিষয়ে নানা তথ্য তিনি জানিয়েছিলেন। তবে অভিনেতার সোশ্যাল মিডিয়ার পোস্ট বলছে, ‘মির্জা ২’ এর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এবারেও কি নায়িকার ভূমিকায় দেখা যাবে ঐন্দ্রিলাকে? কী বললেন অভিনেত্রী?
প্রথম ছবি ‘মির্জা’ (Mirza 2)
প্রযোজক হিসাবে অঙ্কুশ দর্শকদের প্রথম ছবি মির্জা উপহার দেন (Mirza 2)। প্রথম ছবি মির্জা দর্শকদের বেশ প্রশংসা কুড়োয়। অভিনেতা হয়ে প্রযোজক হিসাবে কাজ করা এবং তা সাফল্য পাওয়া বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার সমান। আর প্রযোজক হিসেবে নিজেকে সকলের সামনে তুলে ধরাও বেশ কঠিন। কারণ সকলেই তাঁকে অভিনেতা হিসাবে দেখে এসেছে। তবে প্রযোজক হিসাবে তাঁর পাশে পরিবারের সাপোর্ট ছিল প্রথম থেকেই।
পাশে পেয়েছিলেন পরিবারকে (Mirza 2)
অঙ্কুশের কথায়, “প্রোডিউসার হচ্ছি তখন জীবনে নতুন একটা ধাপ। বাড়ির সদস্যদের মধ্যে গর্ববোধ ও ভালো লাগা ছিল। তবে বাড়ি সদস্যরা এই ইন্ডাস্ট্রির অবস্থা কেমন বা এই কাজ কতটা ঝুঁকিপূর্ণ এসব কিছু বোঝে না। আমি প্রোডিউসার হচ্ছি শুনে তাঁরা খুব খুশি ছিলেন। অবশ্য ইন্ডাস্ট্রির অনেক মানুষ আমাকে এই পথে আসতে বারণ করেছিলেন। অনেকেই বলেছেন আরও কিছু বছর পর করতে। কিন্তু শেষমেষ শুরুই করে দিলাম।” ‘মির্জা’ এতটাই সাড়া ফেলে দিয়েছিল, যে মির্জা ২ কবে আসবে তা নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন রয়েছে।
আরও পড়ুন: Sandipta Sen: রানী ভবানী চরিত্রে সন্দীপ্তা, টক্কর রাজনন্দিনীর সাথে! জিতবে কে?
ঐন্দ্রিলার গলায় মালা!
অঙ্কুশের মির্জা ২ ছবিতে ঐন্দ্রিলাকে দেখা যাবে? এই প্রশ্ন অনুরাগীদের মধ্যে আগাগোড়াই রয়েছে। এ প্রসঙ্গে ঐন্দ্রিলাকে (Oindrila Sen) প্রশ্ন করা হলে, তিনি ট্রাইব টিভিকে বলেন, “অঙ্কুশ বলেছে প্রথম থেকেই আমাকে বাদ দিয়ে দেবে। আমার গলায় মালা দিয়ে দেওয়া হবে।” অর্থাৎ মির্জা ২ তে কেমন রূপে ঐন্দ্রিলাকে দর্শক দেখতে পাবে, সেটা আপাতত সিক্রেট।
আরও পড়ুন: Anirban Bhattacharya: মুখ ফেরাল টেকনিশিয়ানরা! টলিপাড়ায় বয়কটের মুখে অনির্বাণ?
কঠোর পরিশ্রম
সোশ্যাল মিডিয়ার আভাস বলছে, মির্জা ২ আসছে। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা জানান, মির্জার জন্য প্রমিনেন্ট অভিনয় , ওজন কমানো সবই করতে হয়েছে তাঁকে। আবার ফাইটও শিখতে হয়েছিল। আর মির্জা ২ মানেই তো মির্জা ওয়ানের লেবেল আপ। আরও অনেক প্রিপারেশন নিতে হয়েছে অভিনেত্রীকে। এখানে অভিনেত্রীকে কোন লুকে দেখা যায়, এবার সেটাই দেখার।