ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সোশ্যাল মিডিয়ায় ডিআরডিও-কে অভিনন্দন জানিয়েছেন (Missile Launched From A Drone) এবং এই পরীক্ষাগুলিকে ভারতের ক্ষেপণাস্ত্র ক্ষমতার জন্য “বড় উন্নতি” বলে অভিহিত করেছেন।
কুরনুলে সফলভাবে উৎক্ষেপণ হলো ULPGM-V3 মিসাইল (Missile Launched From A Drone)
আকাশচালিত নির্ভুল ক্ষেপণাস্ত্র (UAV Launched Precision Guided Missile – ULPGM) ভার্সন-৩-এর সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারত (Missile Launched From A Drone)। অন্ধ্রপ্রদেশের কুরনুলে অবস্থিত ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ (NOAR) থেকে এই উৎক্ষেপণ সম্পন্ন করে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (DRDO)।
প্রতিরক্ষা মন্ত্রীর শুভেচ্ছা বার্তা (Missile Launched From A Drone)
এই সাফল্যের পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এক্স (পূর্বতন টুইটার)-এ DRDO-কে অভিনন্দন জানিয়ে বলেন, “ভারতের প্রতিরক্ষা শক্তির এক বিরাট অগ্রগতি হিসেবে কুরনুলের ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জে ULPGM-V3-এর সফল ফ্লাইট ট্রায়াল সম্পন্ন হয়েছে। DRDO, তাদের শিল্পসঙ্গী DcPPs, MSMEs এবং স্টার্ট-আপদের আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই সাফল্য প্রমাণ করে যে, এখন ভারতীয় শিল্প প্রতিষ্ঠানগুলি অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি আত্মস্থ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”
উন্নত প্রযুক্তি সংযোজিত নতুন সংস্করণ
এর আগে DRDO-র টার্মিনাল ব্যালিস্টিকস রিসার্চ ল্যাবরেটরি (TBRL) ULPGM-V2 তৈরি করেছিল, যেখানে ছিল বিভিন্ন ধরনের ওয়ারহেড ব্যবহারের সুবিধা। ২০২৫ সালের এয়ারো ইন্ডিয়া প্রদর্শনীতে প্রকাশিত হয়েছিল এই নতুন প্রযুক্তি – যাতে যোগ হয়েছে ইমেজিং ইনফ্রারেড (IIR) সিকার এবং ডুয়াল থ্রাস্ট প্রপালশন সিস্টেমের মতো উন্নত বৈশিষ্ট্য। ধারণা করা হচ্ছে, এইসব প্রযুক্তি V3 সংস্করণেও যুক্ত হয়েছে।
আরও পড়ুন: CDS: ‘শস্ত্র’ ও ‘শাস্ত্র’-র যুগে ভারত! পাকিস্তানকে বিশেষ বার্তা সিডিএস চৌহানের
হালকা ও নির্ভুল, যুদ্ধে মিলবে কৌশলগত সুবিধা
ULPGM সিস্টেম মূলত হালকা ও নির্ভুলভাবে লক্ষ্যভেদ করতে সক্ষম এবং বিভিন্ন ধরণের আকাশযানে সংযুক্ত করা যায়। যুদ্ধক্ষেত্রে কৌশলগত সুবিধা দিতেই এই মিসাইল তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: Central Government Employees: বৃদ্ধ মা-বাবার দেখভালের জন্য ৩০ দিনের ছুটি! বড় ঘোষণা কেন্দ্রের
উচ্চ প্রযুক্তির পরীক্ষার জন্য NOAR-এর গুরুত্ব
কুরনুলের NOAR টেস্ট রেঞ্জ ব্যবহার করা DRDO-র একটি কৌশলগত সিদ্ধান্ত। এই রেঞ্জে এর আগেও উচ্চ শক্তির লেজার-চালিত Directed Energy Weapon (DEW)-এর সফল পরীক্ষা হয়েছে, যেখানে ড্রোন ও ফিক্সড উইং UAV সফলভাবে ধ্বংস করা হয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে, ভারত উচ্চ প্রযুক্তির প্রতিরক্ষা পরীক্ষায় একটি আন্তর্জাতিক স্তরের পরিকাঠামো গড়ে তুলেছে। এই উৎক্ষেপণের সাফল্যে ভারতের ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তির সক্ষমতা নতুন উচ্চতায় পৌঁছাল।