ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: অশান্ত বাংলাদেশ (Bangladesh)। তার মধ্যেই অবশেষে দেশে ফিরল মিতালী এক্সপ্রেস। দুই দেশের মধ্যস্থতায় মঙ্গলবার সকালে ঢাকা (Dhaka) থেকে চিলাহাটি সীমান্ত হয়ে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে পৌঁছয় মিতালী (Mitali express)।
প্রায় পাঁচ মাস আটকে থাকা মিতালি এক্সপ্রেসকে ভারতের হাতে ফিরিয়ে দিল বাংলাদেশ। মঙ্গলবার সকালে ঢাকা থেকে চিলাহাটি সীমান্ত হয়ে কোচবিহারের হলদিবাড়ি স্টেশনে এসে পৌঁছয় মিতালি এক্সপ্রেসের (Mitali express) আটটি রেক। গত ১৭ জুলাই শেষবার এনজেপি (NJP) থেকে ঢাকায় (Dhaka) যায় মিতালী এক্সপ্রেস। সেখানে গিয়ে আটকে পড়ে। এরপর সেদেশে অশান্তি আরও বাড়তে থাকে।
আরও পড়ুন: Atul Subhash: ছেলেকে ব্যবহার করে চলতো টাকা আদায়, সুইসাইড নোটে দাবি অতুলের!
অগস্ট মাসে হাসিনা সরকারের পতনের পর মিতালির সেদেশে গিয়ে আটকে পড়া রেকগুলোকে ফিরিয়ে আনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। মিতালী এক্সপ্রেসের যাত্রীরা সুস্থভাবে ফিরে এলেও ঢাকা স্টেশনে আটকে পড়া মিতালি এক্সপ্রেসের (Mitali express) আটটি রেক রয়ে গিয়েছিল। যা নিয়ে একাধিকবার চিঠি চালচালি হলেও তা ফলপ্রসূ হয়নি। অবশেষে সোমবার বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরই ভারতে ফেরে মিতালী এক্সপ্রেস।
আপাতত হলদিবাড়ি স্টেশনেই রয়েছে মিতালির খালি রেক। পরে তা এনজেপি নিয়ে যাওয়া হবে বলে জানা গিয়েছে। ফলে আপাতত উত্তরবঙ্গের রেললাইন ধরে মৈত্রীর সাক্ষী মিতালীর ভবিষ্যৎও ডুবে গেল অন্ধকারে।