ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: নিজের টাকা চাইতে গিয়ে দুষ্কৃতী হামলার (Mob attacked) শিকার হলেন আদিবাসী স্কুল শিক্ষিকা। আহত সোভানা হেমব্রম উত্তর দিনাজপুর (North Dinajpur) জেলার বসিয়ান জুনিয়ার হাই স্কুলের শিক্ষিকা। ক্লাস চলাকালীন শিক্ষিকার উপর হামলা দুষ্কৃতীদের। ঘটনা ঘিরে আতঙ্কের পরিবেশ স্কুল চত্বরে। দুষ্কৃতীদের হাতে হামলায় আহত সোভানা হেমব্রম হামলাকারীদের বিরুদ্ধে ভাটোল ফাঁড়িতে লিখিত এফআইআর করেছেন বলেও জানা যাচ্ছে।
টাকা ধার দিয়েই বিপত্তি (Mob attacked)
ঘটনার সূত্রপাত ২০২২ সাল থেকে। আহত স্কুল শিক্ষিকা জানান, তিন বছর আগে তার পূর্ব পরিচিত পিঙ্কি দেবনাথ নামে এক মহিলাকে আর্থিক সাহায্য করেছিলেন তিনি। পিঙ্কি দেবনাথের ব্যবসার কাজে সাহায্যের জন্য কয়েক লক্ষ টাকা ধার দিয়েছিলেন। পরবর্তীকালে সোভানা হেমব্রম সেই টাকা ফেরত চাইলে, টাকা দিতে অস্বীকার করেন পিঙ্কি দেবনাথ। শুধু তাই নয় আদিবাসী স্কুল শিক্ষিকা সোভানা বার বার টাকা ফেরত দিতে বলেন। কিন্তু টাকা ফেরত দিতে নারাজ পিঙ্কি দেবনাথ। তারপরেই বসিয়ান জুনিয়ার হাই স্কুলে ক্লাস চলাকালীন স্কুলের মধ্যেই চড়াও (Mob attacked) হয় পিঙ্কি দেবনাথ সহ বেশ কয়েকজন।
আরও পড়ুন: Sanjay Roy: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই, সোমবার শুনানি
নিজের কর্মক্ষেত্রে দুষ্কৃতী হামলায় (Mob attacked) আহত হন আদিবাসী স্কুল শিক্ষিকা সোভানা হেমব্রম। দিন দুপুরে স্কুলের মধ্যে এক শিক্ষিকার উপর হামলার ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে এলাকা জুড়ে। ভয়ের পরিবেশ তৈরী হয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যেও। আদিবাসী শিক্ষিকার উপর হামলার ঘটনায় স্কুলেরই এক শিক্ষক জানান, স্কুল চলাকালীন একজন মহিলা সহ কিছু বহিরাগত প্রবেশ করে এবং সোভানা হেমব্রমের উপর হামলা চালায় বলে জানান।
স্কুলে চলাকালীন শিক্ষিকার উপর হামলার ঘটনায় ভয়ের পরিবেশ এলাকা জুড়ে। তবে আহত শিক্ষিকা হামলার খবর পুলিশকে জানালে পুলিশ এসে ঘটনার তদন্ত করে এবং উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানা যায়। ইতিমধ্যেই, দুষ্কৃতীদের (Mob attacked) হাতে হামলায় আহত সোভানা হেমব্রম হামলাকারীদের বিরুদ্ধে ভাটোল ফাঁড়িতে লিখিত এফআইআর করেছেন বলেও জানা যাচ্ছে।