ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: চলতি বছরে আবারও বাড়তে পারে মোবাইল (Mobile Recharge News) রিচার্জের খরচ। সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে উঠে এসেছে এমনই তথ্য, যা দেখে রীতিমতো উদ্বেগ বেড়েছে দেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারীর মধ্যে। বিশেষত যারা মাসে সীমিত বাজেটেই ফোন ব্যবহার করেন, তাদের জন্য এই খরচ বৃদ্ধির খবরটা একপ্রকার বড় ধাক্কা।
রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে (Mobile Recharge News)
জানা যাচ্ছে, দেশের শীর্ষ টেলিকম পরিষেবা প্রদানকারী (Mobile Recharge News) সংস্থাগুলি-যেমন জিও (Jio), এয়ারটেল (Airtel) ও ভিআই (Vi)—এই বছরের নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়াতে পারে। ফলে প্রিপেইড ও পোস্টপেইড দুই ক্ষেত্রেই খরচ বাড়বে গ্রাহকদের।
২০২৭ সাল পর্যন্ত মূল্যবৃদ্ধির ধারা (Mobile Recharge News)
বিশেষজ্ঞদের মতে, এই ট্যারিফ বৃদ্ধির পেছনে রয়েছে দীর্ঘমেয়াদি (Mobile Recharge News) কৌশল। বিখ্যাত ব্রোকারেজ সংস্থা বার্নস্টেইনের রিপোর্ট অনুযায়ী, ২০২৭ সাল পর্যন্ত এই মূল্যবৃদ্ধির ধারা চলতে পারে। কোম্পানিগুলি মনে করছে, এতে একদিকে যেমন তাদের আয় বাড়বে, তেমনি অন্যদিকে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ ও পরিকাঠামো উন্নয়নের কাজ আরও জোরদার হবে।
গ্রাহকদের মধ্যে অসন্তোষ
গত বছরও একইভাবে দাম বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। তখনও গ্রাহকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছিল। কিন্তু কোম্পানিগুলির বক্তব্য ছিল, ৫জি পরিষেবা চালু করলেও সেই অনুযায়ী কোনও রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়নি। ফলে অবশেষে খরচ বৃদ্ধির সিদ্ধান্ত নিতে হয়েছিল।
রিচার্জ খরচ বৃদ্ধির পক্ষে সওয়াল
এই বছরেও একই কারণ দেখিয়ে টেলিকম সংস্থাগুলি রিচার্জ খরচ বৃদ্ধির পক্ষে সওয়াল করছে। তাদের দাবি, স্পেকট্রাম কেনা, প্রযুক্তিগত পরিকাঠামো গড়ে তোলা, এবং ৫জি নেটওয়ার্ক বিস্তারের জন্য বিপুল পরিমাণে বিনিয়োগ প্রয়োজন। এর চাপ পড়ছে কোম্পানিগুলির উপর, যার ভার এখন ধীরে ধীরে গ্রাহকদের কাঁধে চাপিয়ে দেওয়া হবে।

ব্যবহারকারীরা সমস্যায়
বর্তমানে এক একজন ব্যবহারকারী গড়ে প্রতি মাসে প্রায় ২০০ টাকার মতো খরচ করেন একটি সাধারণ ২৮ দিনের রিচার্জ প্ল্যানে। নতুন করে দাম বাড়লে সেই খরচ আরও ২০-৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষজন ও গ্রামীণ এলাকাগুলির ব্যবহারকারীরা সমস্যায় পড়বেন।
আরও পড়ুন: Pakistani Beauty Product: ফরসা হওয়ার লোভই কাল, ভারতীয় বাজারে পাকিস্তানি বিষক্রিম!
গ্রাহকদের একাংশ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নপূরণ করতে গেলে মোবাইল পরিষেবা সকলের নাগালের মধ্যে রাখা প্রয়োজন। কিন্তু বারবার খরচ বাড়লে সেই লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে, এই বছর শেষের দিকেই যদি মোবাইল রিচার্জের খরচ আবার বাড়ে, তাহলে সাধারণ মানুষের উপর তা মারাত্মক প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা।