ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: বর্তমানে রিচার্জের বৈধতা শেষ হলে ফের রিচার্জ(Mobile Recharge Plan) করার প্রয়োজন হয়। নাহলে সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার ভয় থাকে। সেই দুঃশ্চিন্তা থেকেই মুক্তি পাবেন গ্রাহকরা। গত কয়েক মাসে মোবাইল রিচার্জের খরচ যে ভাবে বেড়েছে তাতে একাধিক সিম চালু রাখতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। এই পরিস্থিতি থেকে টেলিকম গ্রাহকদের সুরাহা দিতে উদ্যোগী হয়েছে টেলিকম অথোরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)। এবার সিম অ্যাক্টিভেশন সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে ট্রাই। এর জেরে টেলিকম গ্রাহকরা দারুণ উপকৃত হবেন বলে জানা যাচ্ছে। দেখা যাক কতদিন পর্যন্ত রিচার্জ না করলেও ডিঅ্যাক্টিভেট হবে না কোন কোম্পানির সিম বলে জানা যাচ্ছে।
বিএসএনএল সিম (Mobile Recharge Plan)
রিচার্জ না করেও সিম অ্যাক্টিভেট রাখার সুযোগ সবথেকে বেশি পাবেন বিএসএনএল গ্রাহকরা। কোনও রিচার্জ শেষ হওয়ার ১৮০ দিন পর্যন্ত অ্যাক্টিভ থাকবে বিএসএনএল সিম(Mobile Recharge Plan)।
এয়ারটেল সিম (Mobile Recharge Plan)
এয়ারটেল গ্রাহকরা রিচার্জ শেষ হওয়ার পর ৯০ দিন সময় পাবেন। ৯০ দিনের মধ্যে রিচার্জ না করলে আরও ১৫ দিন গ্রেস পিরিয়ড দেওয়া হবে। তার মধ্যেও রিচার্জ না করলে সিম ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে(Mobile Recharge Plan)।
আরও পড়ুন:Solar Electric Car: দেশে সর্বপ্রথম সৌরচালিত ইলেকট্রিক গাড়ি ‘EVA’, কত দাম? কী ফিচার?
ভোডাফোন-আইডিয়া সিম
ভোডাফোন-আইডিয়ার গ্রাহকরাও ৯০ দিন সময় পাবেন। তার পর ৪৯ টাকার প্ল্যান রিচার্জ করেও সিম অ্যাক্টিভেট রাখতে পারবেন ভিআই গ্রাহকরা(Mobile Recharge Plan)।
জিও সিম
রিচার্জ শেষ হওয়ার ৯০ দিন পর্যন্ত জিও সিম অ্যাক্টিভেট থাকবে। অর্থাৎ কোনও রিচার্জ শেষ হওয়ার তিন মাসের মধ্যে ফের রিচার্জ করলে সিম ডিঅ্যাক্টিভেট হবে না। ইনকামিং কল ফেসিলিটি ওই সময় নাও থাকতে পারে। রিচার্জ শেষের পর ইনকামিং ফেসিলিটি কত দিন পাওয়া যাবে সেই বিষয়টি নির্ভর করবে সার্ভিস প্রোভাইডারের উপর। আগে কত দিনের রিচার্জ করা ছিল, তার উপরও বিষয়টি নির্ভর করতে পারে। কিন্তু রিচার্জ শেষ হওয়ার পর ৯০ দিন পেরিয়ে গেলে ওই সিম ডিঅ্যাক্টিভেট হবে। অন্য কোনও গ্রাহককে তা অ্যালট করা হতে পারে।
আরও পড়ুন:Tree QR Code: গাছের গায়ে QR কোড, অভিনব উদ্যোগ চন্দননগরে
রিচার্জে আরও ফ্লেক্সিবিলিটি
আরও একটি নিয়ম চালু করতে নির্দেশ দিয়েছে ট্রাই। রিচার্জ শেষ হওয়ার পর যতদিন পরিসেবা থাকবে সেই দিন পার হয়ে গেলে কোনও সিমের গ্রাহক যদি রিচার্জ না করেন, কিন্তু তার প্রিপেড ব্যালেন্স যদি ২০ টাকা থাকে। তাহলে সেই ২০ টাকা কেটে সিম অ্যাক্টিভেট হয়ে যাবে। ৩০ দিন পর্যন্ত ভ্যালিডিটি থাকবে। মোবাইলের রিচার্জের ক্ষেত্রে আরও ফ্লেক্সিবিলিটি আসবে বলে জানা যাচ্ছে। সুতরাং রিচার্জ দুঃশ্চিন্তা থেকেই মুক্তি পাবেন গ্রাহকরা।