ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ঐতিহাসিক জয়ের পর দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প(Donald Trump)। আমেরিকার(USA) ৪৭ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রথা মেনেই উত্তরসূরিকে ক্ষমতা হস্তান্তর করলেন জো বাইডেন। দ্বিতীয়বার শপথ নিয়ে একাধিক কঠিন সিদ্ধান্তের পথে হাঁটার ঘোষণা করলেন তিনি। শপথ নেওয়ার পর রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা বার্তা মোদি, পুতিন,জেলেনস্কিদের।
মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা মোদির(Donald Trump)
এদিন আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প(Donald Trump)। আর মার্কিন মসনদে ‘পুরনো বন্ধু’র প্রত্যাবর্তনে শুভেচ্ছা বার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নিজের এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে একটি পোস্ট লিখে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানালেন মোদি(Narendra Modi)। লিখলেন, ‘আমেরিকার ৪৭ তম প্রেসিডেন্ট হিসাবে আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। আশা রাখছি, দুই দেশের সুদূর ভবিষ্যৎকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আবারও আগের মতোই একসঙ্গে কাজ করতে পারব আমরা। আশা রাখি, আপনার আগামী দিনগুলি আরও সাফল্যে ভরে উঠবে।’
উল্লেখ্য, ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা। ভারতের প্রতিনিধি হিসাবে ট্রাম্পের শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়াও গিয়েছেন ভারতীয় ধনকুবের মুকেশ অম্বানী। মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ অনুষ্ঠানের আগের রাতেই সস্ত্রীক সেদেশে গিয়েছেন এই ভারতীয় শিল্পপতি। যোগ দিয়েছিলেন ট্রাম্পের একটি প্রাইভেট পার্টিতেও।
ট্রাম্পকে শুভেচ্ছা রুশ প্রেসিডেন্টের(Donald Trump)
মোদির পাশাপাশি ট্রাম্পকে(Donald Trump) শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন(Vladimir Putin)ও। একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করে ট্রাম্পকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ইউক্রেনের সঙ্গে চলতি সংঘাতের ঘটনায় আমেরিকার নতুন সরকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।
আরও পড়ুন: Global Firepower Index: যুদ্ধে শক্তিক্ষয় রাশিয়ার, শক্তি বেড়েছে আমেরিকা-চিনের! ভারতের সামরিক ক্ষমতা কত?
মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা জেলেনস্কির
অন্যদিকে, এক্স হ্যান্ডেলে পোস্ট করে সদ্য আসীন হওয়া মার্কিন প্রেসিডেন্টকে শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও। এদিন তিনি লেখেন, ‘এটা বদলের দিন। আমেরিকার ৪৭তম প্রেসিডেন্টকে অনেক শুভেচ্ছা জানাই। আগামী দিনে আরও সাফল্য আসুক।’
এর সঙ্গেই রাশিয়ার সঙ্গে চলতি সংঘর্ষে আমেরিকাকে হস্তক্ষেপ করার কথা ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘আশা করি বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা সমস্যার সমাধান আনবেন ডোনাল্ড ট্রাম্প।’
শপথ নিয়েই ফুল অ্য়াকশন মোডে ট্রাম্প
আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েই ফুল অ্য়াকশন মোডে ডোনাল্ড ট্রাম্প। শুরু থেকেই রাফ অ্য়ান্ড টাফ ! শপথের পরেই জানালেন অনুপ্রবেশ ঠেকাতে মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলবেন ! সেইসঙ্গে আমেরিকা-মেক্সিকো সীমান্তে এমার্জেন্সি ঘোষণা করে, সেনা পাঠানোর কথাও জানিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প। বেআইনি অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করে ফেরত পাঠানোর কথাও ফের একবার জানিয়ে দিলেন ট্রাম্প। এর সঙ্গেই রাশিয়ার সঙ্গে চলতি সংঘর্ষে আমেরিকাকে হস্তক্ষেপ করার কথা ইঙ্গিতে বুঝিয়ে দেন তিনি। তাঁর কথায়, ‘আশা করি বিশ্বজুড়ে তৈরি হওয়া নানা সমস্যার সমাধান আনবেন ডোনাল্ড ট্রাম্প।’