ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রীর (Modi-Dissanayake Meeting)। শ্রীলঙ্কায় চীনের ক্রমবর্ধমান প্রভাব সম্পর্কে ভারতের উদ্বেগ কমানোর জন্য এই বিবৃতিটি একটি প্রচেষ্টা বলে মনে হচ্ছে।
চীনা প্রভাব নিয়ে উদ্বেগের মাঝে শ্রীলঙ্কার আশ্বাস (Modi-Dissanayake Meeting)
শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে আশ্বাস দিয়েছেন যে, শ্রীলঙ্কার মাটি ভারতের নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে কোনোভাবেই ব্যবহার করতে দেওয়া হবে না (Modi-Dissanayake Meeting)। এই মন্তব্য অনেকের মতে, শ্রীলঙ্কায় ক্রমবর্ধমান চীনা প্রভাব নিয়ে ভারতের উদ্বেগ কমাতে একটি কূটনৈতিক বার্তা।
শ্রীলঙ্কায় চীনা বিনিয়োগ ও পরিকাঠামো প্রকল্প ঘিরে দীর্ঘদিন ধরেই ভারতের তরফে সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কলম্বোতে মোদীর উষ্ণ অভ্যর্থনা (Modi-Dissanayake Meeting)
শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার কলম্বো শহরে পৌঁছান প্রধানমন্ত্রী মোদী (Modi-Dissanayake Meeting)। তাকে বান্দারানায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান শ্রীলঙ্কার পাঁচজন শীর্ষ মন্ত্রী, যাঁদের মধ্যে ছিলেন বিদেশমন্ত্রী বিজিথ হেরাথ, স্বাস্থ্য মন্ত্রী নলিন্দ জয়তিসা ও মৎস্য মন্ত্রী রামলিংগম চন্দ্রশেখর।
আরও পড়ুন: UN Report : গাজ়ায় প্রতিদিন ১০০ শিশু হতাহত, রিপোর্টে জানালো রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সংস্থা
শনিবার সকালে ইন্ডিপেনডেন্স স্কোয়ারে প্রধানমন্ত্রী মোদীকে দেওয়া হয় আনুষ্ঠানিক সংবর্ধনা। প্রেসিডেন্ট দিসানায়েকে নিজে তাঁকে অভ্যর্থনা জানান। জানা গেছে, এই প্রথম কোনো বিদেশি অতিথিকে শ্রীলঙ্কা এই সম্মান জানাল। ফলে এই ঘটনা ঐতিহাসিক এবং দুই দেশের সম্পর্কের গভীরতাকেও তুলে ধরে।
‘মিত্র বিভূষণ’ সম্মানে সম্মানিত মোদী
প্রেসিডেন্ট দিসানায়েকে প্রধানমন্ত্রী মোদীকে ‘মিত্র বিভূষণ’ পুরস্কারে সম্মানিত করেন। পুরস্কার গ্রহণ করে মোদী বলেন, ২০১৯ সালের সন্ত্রাসবাদী হামলা, কোভিড অতিমারি এবং সাম্প্রতিক আর্থিক সংকট— প্রতিটি কঠিন সময়েই ভারত শ্রীলঙ্কার পাশে ছিল।
প্রতিরক্ষা চুক্তি ও জ্বালানি সহযোগিতা
প্রথমবারের মতো ভারত ও শ্রীলঙ্কা একটি ঐতিহাসিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। মোদী ও দিসানায়েকে-র মধ্যে আলোচনার পর এই চুক্তি স্বাক্ষরিত হয়। পাশাপাশি, ত্রিনকমলিকে একটি জ্বালানি হাব হিসেবে গড়ে তোলার বিষয়ে দুই দেশ সম্মত হয়েছে। ভারত শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে বহুক্ষেত্রভিত্তিক উন্নয়নের জন্য অনুদান সহায়তার আরেকটি চুক্তিও স্বাক্ষর করেছে।
আরও পড়ুন: Israel-Hamas: গাজ়ায় রক্তক্ষয়ী দিন! ইজ়রায়েলি হামলায় ১১২ জনের মৃত্যু গাজ়া ভূখণ্ডে
সৌরবিদ্যুৎ প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী মোদী ও প্রেসিডেন্ট দিসানায়েকে যৌথভাবে সম্পুর সৌরবিদ্যুৎ প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করেন। এই প্রকল্প দুই দেশের শক্তি সহযোগিতার ক্ষেত্রে এক বড় অগ্রগতি। এছাড়াও দুই দেশের মধ্যে আরও কিছু গুরুত্বপূর্ণ চুক্তি চূড়ান্ত হয়েছে, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করবে।
মোদীর এই সফর থাইল্যান্ডের ব্যাংককে BIMSTEC সম্মেলনে অংশগ্রহণের পরেই হয়েছে। ব্যাংকক থেকে সরাসরি কলম্বো পৌঁছে এই কূটনৈতিক সফর শুরু করেন প্রধানমন্ত্রী মোদী।