Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: দীর্ঘ প্রতীক্ষার (Modi in Kolkata) অবসান ঘটিয়ে কলকাতাবাসীর জন্য শুরু হল মেট্রো যোগাযোগ ব্যবস্থার এক নতুন অধ্যায়। ২২ অগস্ট ২০২৫, শুক্রবার, ঐতিহাসিক এই দিনে কলকাতা মেট্রোর সম্প্রসারিত তিনটি নতুন রুটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন যশোর রোড মেট্রো স্টেশন থেকে সবুজ পতাকা নেড়ে সম্প্রসারিত মেট্রো পরিষেবার সূচনা করেন তিনি।
মোদীর মেট্রো সফর (Modi in Kolkata)
নতুন সংযোজনের মধ্যে রয়েছে নোয়াপাড়া-বিমানবন্দর, শিয়ালদা-ধর্মতলা (Modi in Kolkata) এবং রুবি-বেলেঘাটা রুট। এই রুটগুলি যুক্ত হওয়ায় কলকাতা মেট্রো নেটওয়ার্কে নতুন করে ১৪ কিলোমিটার রাস্তা সংযোজিত হল। প্রধানমন্ত্রী উদ্বোধন সেরে নিজেই সফর করেন যশোর রোড স্টেশন থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত মেট্রো রুটে, পরে আবার সেই একই পথে ফিরে আসেন তিনি। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ শান্তনু ঠাকুর এবং বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।
বাংলাবাসীকে শুভেচ্ছা মোদীর (Modi in Kolkata)
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বিশ্বের তৃতীয় বৃহত্তম মেট্রো নেটওয়ার্ক এখন (Modi in Kolkata) ভারতের। কলকাতার গণপরিবহণের খরচ আরও কমেছে। শিয়ালদা ও হাওড়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনের সঙ্গে মেট্রো যুক্ত হওয়ায় যাতায়াতে বিপুল সময় সাশ্রয় হবে। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন প্রান্তে পৌঁছনো আরও সহজ হবে।’’ তিনি আরও বলেন, “আজ আর একবার বাংলার উন্নয়নের গতি দেওয়ার সুযোগ পেলাম। কলকাতাবাসী ও বাংলাবাসীকে অনেক শুভেচ্ছা জানাই।”

আরও পড়ুন: Raktabeej 2: অর্ডার ছাড়া নুসরতের বর্ডার পার, আগুন ধরালেন অভিনেত্রী!
সম্প্রসারণের পরিকল্পনার কথা
মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, কলকাতা মেট্রো আগে ২৮ কিলোমিটার বিস্তৃত ছিল, এবার তা বৃদ্ধি পেয়ে ৩৯ কিলোমিটারে পৌঁছেছে। সামনে আরও ২২ কিলোমিটার সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠান উপলক্ষে প্রধানমন্ত্রীর গন্তব্য ছিল দমদম সেন্ট্রাল জেল ময়দান। যশোর রোড স্টেশন থেকে মেট্রো সফরের পর রোড শো করে তিনি পৌঁছন সেখানে।