Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: রেলপথে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত (Modi in Mizoram) হয়ে গেল মিজোরাম। শনিবার, এক ঐতিহাসিক দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করলেন বহু প্রতীক্ষিত বৈরবী-সৈরাং রেললাইন। প্রায় ₹৮০৭০ কোটি টাকার এই প্রকল্প উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিল। এই রেলপথ ধরে এবার মিজোরামের ভিতর দিয়ে প্রথমবারের মতো চলবে যাত্রীবাহী ট্রেন।
প্রধানমন্ত্রীর বক্তব্য (Modi in Mizoram)
প্রধানমন্ত্রী বলেন, “আজ থেকে মিজোরামের জীবনযাত্রা ও যোগাযোগ (Modi in Mizoram) ব্যবস্থায় এক আমূল পরিবর্তন ঘটল। এই প্রকল্প শুধুমাত্র একটি অবকাঠামো নয়, এটি রাজ্যের মানুষের স্বপ্নপূরণের পথ।”
রেল চলবে পাহাড় কেটে তৈরি হওয়া রুটে (Modi in Mizoram)
বৈরবী রেলস্টেশন ইতিমধ্যেই অসমের শিলচরের সঙ্গে যুক্ত ছিল (Modi in Mizoram)। এবার সেই রেলপথ সৈরাং পর্যন্ত বিস্তৃত হওয়ায় রাজধানী আইজলের কাছাকাছি পৌঁছেছে রেললাইন। এই প্রকল্পে রয়েছে ৪৫টি সুড়ঙ্গ, ৫৫টি বড় সেতু এবং ৮৮টি ছোট সেতু যার মধ্যে দিয়ে রেল চলবে পাহাড় কেটে তৈরি হওয়া রুটে।
‘নতুন উত্তর-পূর্ব’
মিজোরাম সফরে এসে প্রধানমন্ত্রী শুধু রেললাইনই উদ্বোধন করেননি, একইসঙ্গে মোট ₹৯০০০ কোটি টাকার একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার সফর বাতিল হলেও তিনি আইজলের বিমানবন্দর থেকেই ভার্চুয়ালি বক্তব্য রাখেন। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরামের মুখ্যমন্ত্রী লালডুহোমা, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং অন্যান্য বিশিষ্টজনেরা।

আরও পড়ুন: Daily Horoscope: কার ভাগ্যে উন্নতি, কার জীবনে চ্যালেঞ্জ? দেখে নিন আজকের রাশিফল
মণিপুর সফর
মিজোরাম সফর সেরে প্রধানমন্ত্রী মোদির গন্তব্য মণিপুর। দুই বছর ধরে সংঘর্ষে বিধ্বস্ত রাজ্যে এই প্রথমবার পা রাখছেন তিনি। মেইতেই ও কুকি- দুই সম্প্রদায়ের ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করবেন মোদী, শুনবেন তাঁদের অভাব-অভিযোগ। পাশাপাশি চুরাচান্দপুর ও ইম্ফলে একাধিক প্রকল্পের উদ্বোধন ও জনসভাও করবেন তিনি।